২০২১ সালের সেপ্টেম্বর মাস। শিশুর বাবা ও মা ভবেশ শাহ ও ধারা শাহ তাঁদের শিশু সন্তানকে নিয়ে ডাক্তার দেখতে যান। মেয়ের ডায়পারে রক্ত দেখে তাঁরা ডাক্তারের কাছে যান। সেই সময়ে কিছু না হলেও পরে শিশুটিকে নিয়ে আবার হাসপাতালে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ চাইল্ড কেয়ার সার্ভিসেসে খবর দেন। সেই থেকে জার্মানিতে একটি ফস্টার কেয়ারে পালক মা-বাবার কাছে রয়েছে শিশুটি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তখন ২ বছর ৩ মাস বয়স ছিল অরিহার।
এক সাক্ষাৎকারে ধারা শাহ জানান, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত অরিহাকে দেশে ফেরানোর আবেদন জানানো হয়েছে। ধারা বলেন, আমরা এ বার আশার আলো দেখতে পাচ্ছি। সত্যি অরিহা হয়তো এবার দেশে ফিরবে।’’ ভারতের তরফে বলা হয়েছে, শিশুটির ভাষা, সংস্কৃতি কিংবা সামাজিক পরিবেশ আলাদা। সেই পরিবেশে থাকা শিশুটির জন্য জরুরি। ভারতীয় নাগরিক হিসেবে সেই অধিকার তার রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



