দিল্লি, ২৬ অক্টোবর – দূষণ ঠেকাতে দীপাবলিতে বাজি পোড়ানো সম্পূৰ্ণভাবে নিষিদ্ধ করতে চলেছে দিল্লি প্রশাসন। বুধবার তেমনই ইঙ্গিত দেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। সামনেই দীপাবলি। আলোর এই উৎসবে একটি বাজিও পোড়ানো যাবে না দিল্লিতে। বায়ুদূষণ রোধ করতে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। একইসঙ্গে অবৈধ নির্মাণ রুখতে বিশেষ নজরদারি টিম তৈরি করছে সরকার। তবুও পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই কড়া পদক্ষেপ কতটা কাজে আসবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞ মহল। কারণ বায়ুদূষণের মাপকাঠিতে দেশের মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি দিল্লির। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে। এর মাত্রা অস্বাভাবিক বেশি থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে প্রশাসনের কর্তা-ব্যক্তিরাও।