দিল্লি, ৯ জানুয়ারি— এই প্রথমবার নির্ধারিত দিল্লির সরকারি অ্যাকাউন্টে জনসাধারণের অর্থ জমা দেওয়ার নির্দিষ্ট দিন ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ৯ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট অর্থ দিল্লির নির্ধারিত সরকারি অ্যাকাউন্টে জমা হবে। প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলেই দেখা হচ্ছে।
কেন্দ্রীয় দপ্তর সূত্রের খবর, এতদিন দিল্লির ক্ষেত্রে সরকারি অর্থ জমার সময়সীমা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা ছিল না। বিভিন্ন প্রকল্পের টাকা কখন এবং কোন অ্যাকাউন্টে জমা হবে, তা নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি হয়েছে। নতুন নির্দেশে সেই অনিশ্চয়তা কাটবে বলেই মনে করছে প্রশাসন।
Advertisement
কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে সরকারি অর্থের হিসাব রাখা আরও স্বচ্ছ হবে। পাশাপাশি অর্থ ব্যবস্থাপনায় গতি আসবে। দিল্লির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ নির্দিষ্ট সময়েই হাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, জনসাধারণের অর্থ যাতে সময়মতো নির্ধারিত সরকারি অ্যাকাউন্টে পৌঁছয়, সে জন্যই এই দিন নির্ধারণ করা হয়েছে। এতে আর্থিক শৃঙ্খলা বজায় থাকবে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের মধ্যে হিসাব সংক্রান্ত জটিলতাও কমবে।
তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে, দিল্লির প্রশাসনিক ব্যবস্থার উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও জোরদার করার দিকেই এটি একটি বড় পদক্ষেপ। আবার অন্য মহলের দাবি, এটি শুধুই আর্থিক স্বচ্ছতা আনার উদ্যোগ, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
সব মিলিয়ে, দিল্লির আর্থিক ব্যবস্থাপনায় কেন্দ্রের এই ঘোষণার ফলে নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার, এর প্রভাব সাধারণ মানুষের কাছে কতটা দ্রুত পৌঁছয়।
Advertisement



