ঘোষনা করা হল কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস।

Written by SNS December 9, 2023 10:58 am

স্টেট ইউনাইটেড:- আগামী বছর জুন মাসে শুরু হতে চলেছে ফুটবলের অন্যতম মেগা ইভেন্ট। কোভিডের কারণে ২০২০ সালের কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল ২০২১ সালে, অর্থাৎ তিন বছর আবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ‌লড়াইয়ে নামবেন মেসি-নেইমাররা। সদ্য ঘোষণা করা হল এই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস। সূত্রের খবর, গ্রুপ ‘এ’-তে রয়েছে আর্জেন্টিনা। এবং মেসিদের খেলতে হবে পেরু, চিলি এবং কানাডা এবং ত্রিনিদাদ-টোবাগোর বিজয়ী দলের মধ্যে। গ্রুপ ‘বি’-তে রয়েছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা। গ্রুপ ‘সি’-তে আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্রকে খেলতে হবে পানামা, বলিভিয়া, উরুগুয়ের বিরুদ্ধে। গ্রুপ’ডি’-তে রয়েছে ব্রাজিল। নেইমারদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে, হন্ডুরাস এবং কোস্টারিকা ম্যাচের বিজয়ীর মধ্যে একটা দল। গতবার ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলই ফাইনালে খেলেছিল। জানা গিয়েছে, লাতিন আমেরিকার টুর্নামেন্ট হলেও এবার খেলা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। ১৪টি শহরের নাম ঘোষণা করেছে কনমেবল। সূত্রের খবর, ২০২৪ সালের ২০শে জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের মেগা ইভেন্ট কোপা আমেরিকা। লাতিন আমেরিকা ছাড়া মধ্য ও উত্তর আমেরিকার পাশাপাশি ক্যারাবিয়ান অঞ্চল থেকে এই টুর্নামেন্টে যোগ দেবে আরও ছয়টি দেশ। মোট ১৬ টি দলের মধ্যে হবে লড়াই। এবারের কোপা আমেরিকার প্রথ ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল আয়োজিত হবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। বর্তমানে এই মায়ামি ক্লাবের হয়েই ফুটবল খেলেন মেসি। ফলে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌছায় তাহলে মেসি নিজের ক্লাবের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাবেন। ২০২৬ সালের বিশ্বকাপের আগে আয়োজক আমেরিকার কাছে এই টুর্নামেন্ট অনেক মহড়ার মতো। অন্যদিকে মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। হতেই পারে এটাই রাজপুত্রের জাতীয় দলের জার্সিতে শেষ আন্তজার্তিক ইভেন্ট।