মুম্বাই, ২৭ সেপ্টেম্বর —পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে রোজই নতুন নতুন তথ্য সামনে আসছে। কখনও শোনা যাচ্ছে, এই ছবির দ্বিতীয়ভাগে দেখা যাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে। কখনও আবার শোনা যাচ্ছে, দ্বিতীয়ভাগে থাকছেন শাহরুখ খান। তবে এবার ব্রহ্মাস্ত্র নিয়ে নতুন খবর দিলেন হৃতিক রোশন। স্পষ্ট না বলে, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু’তে দেখা যেতে পারে তাঁকেও!
সম্প্রতি ‘বিক্রম ভেদা’ ছবির প্রোমোশনে হাজির হয়ে সাংবাদিকদের প্রশ্নে গোপন তথ্য ফাঁস করলেন হৃতিক। এক সাংবাদিক হৃতিককে প্রশ্ন করলেন, আপনি কি ব্রহ্মাস্ত্র ছবির দ্বিতীয়ভাগে রয়েছেন? হৃতিক কিন্তু একেবারেই এড়িয়ে যাননি প্রশ্নটি। তিনি বললেন, অনেক কিছু ঘটছে জীবনে, এটাও হতে পারে। হৃতিকের এই উত্তর থেকেই সবাই ধরে নিয়েছেন অয়নের এই ছবিতে থাকছেন হৃতিক ।
Advertisement
Advertisement
Advertisement



