ভয়াবহ ভূমিকম্প নিউজিল্যান্ডে, জারি সুনামি সতর্কতা

Written by SNS March 16, 2023 5:18 pm

Earthquake. (Photo: IANS)

ওয়েলিংটন , ১৬মার্চ – ফের ভূমিকম্পের আতঙ্ক। জারি করা হল সুনামির সতর্কতাও। বৃহস্পতিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। কম্পনের পর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর , বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় প্রবল কম্পন হয়। ভূগর্ভের অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। 

নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছি, নিউজিল্যান্ডের জনবহুল মূল দ্বীপগুলিতে সুনামির কোনও ভয় আপাতত নেই। নিউজিল্যান্ড ভৌগলিক অবস্থানের কারণেই ভূমিকম্প প্রবণ। কয়েকশো দ্বীপের্ সমাহার এই দেশে। প্যাসিফিক ও অস্ট্রেলিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে এই দেশের অবস্থান হওয়ায় এই এলাকা ভূমিকম্পপ্রবণ ।

গত ফেব্রুয়ারি মাসেই ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পরে সিরিয়া ও তুরস্ক ।  দুই দেশে ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ৫০ হাজার মানুষ।