উদয়পুর, ১১ ফেব্রুয়ারি– ঘরে চুরির ভয়ে মানুষ ব্যাঙ্কের লকারে টাকা-গয়না রাখেন। কিন্তু সেখানেও যে সুরক্ষিত নয় তার গচ্ছিত জিনিস তারই বড় উদাহরণ পাওয়া গেল রাজস্থানের উদয়পুরের একটি ব্যাঙ্ক । ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে লকার খুলতেই স্তম্ভিত হয়ে যান মহিলা গ্রাহক। তিনি দেখেন, হাজারো উইপোকা বাসা বেঁধেছে লকারের ভিতরে। টাকার উপরে কিলবিল করছে সেগুলি। টাকার বান্ডিলগুলি কেটে গুঁড়ো করে ফেলেছে। তিল তিল করে জমানো টাকার এমন পরিণতি দেখে জ্ঞান হারানোর অবস্থা হয় ওই গ্রাহকের।
ঘটনাটি রাজস্থানের উদয়পুরের। গ্রাহকের নাম সুনীতা মেহতা। বৃহস্পতিবার উদয়পুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে রাখা টাকা তুলতে গিয়েছিলেন। লকার খুলতেই তিনি ওই দৃশ্য দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ব্যাঙ্কের কর্মীরাও এমন দৃশ্যে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন সুনীতা। তাঁর অভিযোগ, গ্রাহকরা ব্যাঙ্কের ভরসায় টাকা গচ্ছিত রাখেন। কিন্তু এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সে বিষয়ে কোনও নজর দেননি। কীটনাশক না ছড়ানোয় ব্যাঙ্কের লকারে উইপোকার হামলা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



