• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নির্মমভাবে  রাজস্থানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল শিক্ষিকাকে

রাজস্থান ১৮ আগস্ট : নিজের  টাকা ফেরত চাইতেই গায়ে পেট্রোল ঢেলে তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল একদল যুবক। সেই  যুবককে টাকা ধার দিয়েছিলেন তরুণী আশেপাশের মানুষজন সবকিছু দেখেও তাঁকে বাঁচালেন তো না-ই, উল্টে পুরো দৃশ্য ভিডিও  রেকর্ড করলেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১০ অগস্ট রাজস্থানের জয়পুরে। ৩২ বছরের ওই যুবতী পেশায় একজন শিক্ষিকা। জানা গেছে, অভিযুক্ত যুবকদের তিনি বেশ কিছু টাকা

রাজস্থান ১৮ আগস্ট : নিজের  টাকা ফেরত চাইতেই গায়ে পেট্রোল ঢেলে তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল একদল যুবক। সেই  যুবককে টাকা ধার দিয়েছিলেন তরুণী আশেপাশের মানুষজন সবকিছু দেখেও তাঁকে বাঁচালেন তো না-ই, উল্টে পুরো দৃশ্য ভিডিও  রেকর্ড করলেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১০ অগস্ট রাজস্থানের জয়পুরে। ৩২ বছরের ওই যুবতী পেশায় একজন শিক্ষিকা। জানা গেছে, অভিযুক্ত যুবকদের তিনি বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন। কিন্তু সেই টাকা ফেরত চাইতেই অভিযুক্তরা তাঁকে মারধর করতে শুরু করে। বেশ কয়েকবার এই ঘটনা ঘটার পর নির্যাতিতা গত মে মাসে এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ সেই সময় কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন তাঁর স্বামী। গত ১০ অগস্ট টাকা চাইতে গেলেই অভিযুক্তরা চড়াও হয় তাঁর উপর। বাঁচার জন্য তিনি ওই অঞ্চলেরই একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে এসেও তাঁকে আক্রমণ করে অভিযুক্তরা।ঘটনাস্থল থেকেই ১০০ ডায়াল করে পুলিশকে নিজের লোকেশন জানান ওই যুবতী। কিন্তু পুলিশ আদৌ এসে পৌঁছায়নি।এরপরেই পেট্রল থেকে তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেয় অভিযুক্তরা।

Advertisement

    ৭০% অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে  মৃত্যু হয় তাঁর। নির্যাতিতার স্বামীর অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে বোঝাপড়া রয়েছে পুলিশের। সেই কারণেই জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

Advertisement

—————–

Advertisement