• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শুভেন্দু -দিলীপ-সুকান্তের উচ্ছাস্বের জবাব তথাগতের, ‘ইডি-সিবিআই বিজেপিকে বাংলায় আনতে পারবে না’ 

কলকাতা, ৫ সেপ্টেম্বর– রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে যারা চেনেন তারা জানেন তিনি কথা ঘুরিয়ে বলার লোক নন। যত অপ্রীতিকর হোক না কেন কোনও রাখঢাক রাখেন না তিনি। সোমবার সকালে সেই তথাগত রায় টুইট করে স্পষ্ট বললেন, স্রেফ ইডি-সিবিআই দিয়ে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে পারবে না।Advertisement স্কুল সার্ভিস দুর্নীতি ও গরু পাচার কাণ্ডের

কলকাতা, ৫ সেপ্টেম্বর– রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে যারা চেনেন তারা জানেন তিনি কথা ঘুরিয়ে বলার লোক নন। যত অপ্রীতিকর হোক না কেন কোনও রাখঢাক রাখেন না তিনি।

সোমবার সকালে সেই তথাগত রায় টুইট করে স্পষ্ট বললেন, স্রেফ ইডি-সিবিআই দিয়ে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে পারবে না।

Advertisement

স্কুল সার্ভিস দুর্নীতি ও গরু পাচার কাণ্ডের তদন্তে বাংলায় শুধু সিবিআই ও ইডি হানা নয় বিশেষ করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের মধ্যে যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তারই জবাব দিতে চেয়েছেন তথাগত রায়। তিনি টুইট করে বলেছেন, “ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশাহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা”।

Advertisement

Advertisement