দুর্নীতি মামলায় সস্ত্রীক জেল তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী

Written by Sunita Das December 21, 2023 5:36 pm

চেন্নাই, ২১ ডিসেম্বর– বাংলার সঙ্গে তাল মিলিয়ে তামিলনাড়ুতেও দূর্নীতিগ্রস্ত মন্ত্রীদের গ্রেফতারির তালিকা বেড়েই চলেছে৷ এবার সেই তালিকায় নাম লেখা হল তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রীর৷ ভবিষ্যত প্রজন্মকে দিশা দেখানোই যার দায়িত্ব সেই কে পোনমুডি বড়সড় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত৷ আর সেই অভিযোগে তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী শুধু গ্রেফতাই হননি এই দূর্নীতিতে মন্ত্রী এবং তাঁর স্ত্রীকে ৩ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করল মাদ্রাজ হাই কোর্ট৷ এইসঙ্গে ৫০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে দম্পতির৷
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার জন্যই এই সাজা৷ প্রথমবার দম্পতির বিরুদ্ধে ২০০২ সালে এফআইআর দায়ের হয়েছিল৷ অভিযোগ, ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে এআইএডিএমকে ক্ষমতায় থাকাকালীন আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে সম্পত্তি বাড়তে থাকে কে পোনমুডি এবং তাঁর স্ত্রীর৷ ১.৪ কোটি টাকার সঙ্গতিহীন আয়ের অভিযোগ উঠেছিল উভয়ের বিরুদ্ধে৷