• facebook
  • twitter
Tuesday, 30 December, 2025

কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় অন্যের হয়ে পরীক্ষায় বসে গ্রেপ্তার ১

কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েন এক মহিলা। এরপরে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতীকী চিত্র

কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষায় ফের জালিয়াতি। একজনের পরীক্ষা দিতে এসেছিলেন অন্য একজন। মুর্শিদাবাদের বাসিন্দা লখাই ঘোষ আব্দুল খালেক নামের এক ব্যক্তির হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। কিন্তু পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষকের সন্দেহ হয়। এরপরেই অ্যাডমিট কার্ড ও তাঁর সই মিলিয়ে দেখে অবাক হন পরীক্ষক। হাতেনাতে ধরা হয়েছে লখাই নামের ওই পরীক্ষার্থীকে। এরপরেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যজনের হয়ে কলকাতা পুলিশের পরীক্ষা দিতে এসেছিলেন লখাই। পরীক্ষায় বসেও গিয়েছিলেন। এরপরে তাঁর মুখ দেখে সন্দেহ হয় পরীক্ষকের। অ্যাডমিট কার্ড ও সই মিলিয়ে দেখলেই ধরা পড়ে জালিয়াতি।

Advertisement

প্রসঙ্গত, এর আগেও কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েন এক মহিলা। এরপরে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ধরনের ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ফের একবার কলকাতা পুলিশের পরীক্ষায় এমন অভিযোগ উঠল।

Advertisement

Advertisement