নাইপিদো,২০ সেপ্টেম্বর —স্কুল চলছিল তখন, হঠাৎই আকাশে চক্কর কাটা এক হেলিকপ্টার থেকে ধেয়ে আসে মুহুর্মুহু গুলি! মায়ানমারের এই ঘটনায় প্রাণ গেছে প্রাণ গেছে অন্তত ছয় পড়ুয়ার । আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১৭ জন।
ঘটনাটি ঘটেছে মায়ানমারের সাগাইং এলাকার একটি স্কুলে। কিন্তু কেন এমন ঘটল? জানা গেছে, জঙ্গিরা এই স্কুলকে অস্থানা করে হামলার ছক কষেছিল। সেনাবাহিনীর কাছে সেই খবর পৌঁছতেই পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনাদের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়। সেই গুলি লাগে পড়ুয়াদের অনেকের গায়ে। প্রাণ যায় ছয়জন শিশুর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
স্থানীয় দুই বাসিন্দাদের কথায়, এই ঘটনার পর সেনাবাহিনী মৃতদেহগুলি শহর থেকে ১১ কিমি দূরে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, স্কুলের মধ্যে গুলি ও রক্তের দাগ।
Advertisement
Advertisement



