ইউক্রেনে ৭৫ ড্রোনের বৃহত্তম হামলা রাশিয়ার

Written by Sunita Das November 25, 2023 5:52 pm

কিয়েভ, ২৫ নভেম্বর– মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে শুক্রবার থেকে সাময়িক স্বস্তির দিয়েছেন ইজরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা৷ কিন্ত্ত কোনওরকম বিরতি ছাড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র সংঘাত৷ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পরে দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ শনিবার কিয়েভে সবচেয়ে ভয়ংকর ড্রোন হামলা চালাল রাশিয়া৷ সবমিলিয়ে ৭৫টি ড্রোন আছডে় পডে়ছে ইউক্রেনের দুটি অঞ্চলে৷ এমনই দাবি ইউক্রেনের৷
ইউক্রেনের বায়ুসেনা টেলিগ্রামে একটি পোস্ট করেছে৷ সেখানে দাবি করা হয়েছে, ‘সবমিলিয়ে ৭৫টি শাহেদ ড্রোন হামলা চালিয়েছে৷ প্রিমর্সকো-আখতার্সক ও কুর্সক অঞ্চলে ড্রোনগুলো আছডে় পডে়ছে৷ রাশিয়ার প্রাথমিক লক্ষ্য অবশ্য ছিল কিয়েভ৷’ সেই সঙ্গে ইউক্রেনের দাবি, ড্রোনের সংখ্যার নিরিখে থেকে এটাই সবচেয়ে বড়৷

প্রসঙ্গত, এমাসে এই নিয়ে চতুর্থবার কিয়েভে ড্রোন হামলা চালাল রাশিয়া৷ হামলায় অন্তত দুজনের আহত হওয়ার কথা জানা গিয়েছে৷ বহু জায়গায় আগুন লেগে গিয়েছে৷ তবে ৭১টি ড্রোনকেই ধ্বংস করে দেওয়া গিয়েছে বলেও দাবি কিয়েভের৷ প্রসঙ্গত, এই শাহেদ ড্রোন আসলে কামিকাজে ড্রোন৷ যা ইউক্রেনকে সরবরাহ করছে ইরান৷