বিহারে অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ

Written by SNS November 16, 2023 4:13 pm

পাটনা, ১৬ নভেম্বর – বিহারে অবসরপ্রাপ্ত এক সেনাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল৷ ঘটনায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলে গ্রামবাসীরা৷ জনতার গণধোলাইয়ে মৃতু্য হয়েছে তিন দুষ্কৃতীর মধ্যে দুজনের৷ অপর এক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ কিন্ত্ত কেন ওই সেনাকর্মীর উপর হামলার ঘটনা ঘটল তার কারণ এখনও জানা যায়নি৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহতাস জেলার কল্যাণী গ্রামে এই ঘটনা ঘটে৷ বুধবার সকাল ৯টা ৪৫ নাগাদ গ্রামে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাকর্মী বীজেন্দ্র সিংকে গুলি করে হত্যা করে বাইক আরোহী তিন দুষ্কৃতী৷ এরপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালানোর সময় জনতার রোষের মুখে পডে়৷ তাড়া করে তিন যুবককে ধরে শুরু হয় গণপিটুনি৷ খবর পেয়ে অভিযুক্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ৷ সেখানে মৃতু্য হয় দুই অভিযুক্ত ২৩ বছরের মিথিলেশ কুমার, এবং বছর ২৫-এর আদিত্য কুমারের৷ অজিত কুমারের চিকিৎসা চলছে ৷
এসপি বিনীত কুমার জানিয়েছেন, গুলি করে পালানোর সময় জনতা ধরে ফেলে দুষ্কৃতীদের৷ ওই সময় প্রাণ বাঁচাতে পালটা গুলি চালায় অভিযুক্তরা৷ তখন আহত হন একজন গ্রামবাসী৷ গণপিটুনিতে মৃতু্য হয়েছে দুই যুবকের৷ হাসপাতালে একজনের চিকিৎসা চলছে৷ প্রাক্তন সেনাকর্মীকে কেন হত্যা করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে৷