কোভিড পরবর্তী মন্দার আঁচ বিশ্ব অর্থনীতির উপর প্রভাব বিস্তার করছে। কোন দেশে সেই মন্দার আঁচ কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে সেই দেশের অর্থনৈতিক অবস্থার ওপর. গত সোমবার থেকে দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সাধারণ সভা। সেখানে বিভিন্ন অর্থনীতিবিদ মন্দার কথা বলেছেন। তাঁদের মতে, কোভিড পরবর্তী বিশ্ব অর্থনীতিতে যা অনিবার্য ছিল তা ধীরে ধীরে থাবা বসাতে চলেছে। তবে সেই রিপোর্টে এও বলা হয়েছে, কোন দেশে তার কী অভিঘাত হবে তা নির্ভর করবে সেই দেশের আর্থিক ব্যবস্থার উপর। বছরের গোড়া থেকে মন্দা রোখার দাওয়াই দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
Advertisement
নতুন বছরের শুরুতেই আমাজন প্রায় কুড়ি হাজার কর্মীকে একদিনে ছেঁটে ফেলেছে। তার আগে গত অগস্টে মেটাও তাদের শ্রমশক্তিতে কাটছাঁট করেছিল। এবার সেই পথে হাঁটতে চলেছে মাইক্রোসফ্টও।
Advertisement
Advertisement



