সরকারি বাংলো ফেরত পেলেন রাহুল গান্ধি 

Written by SNS August 8, 2023 6:30 pm

দিল্লি, ৮ অগাস্ট – সাংসদ পদ ফিরে পাওয়ার পর এবার রাহুল গান্ধির  ১২ তুঘলক লেনের বাংলো  ফিরিয়ে দেওয়া হচ্ছে।লোকসভার সচিবালয় ইতিমধ্যেই এই  নিয়ে নির্দেশিকা জারি করেছে বলে লোকসভা সচিবালয় সূত্রে জানা গেছে । ২০ এপ্রিল সুরাটের আদালত ‘মোদি ’ পদবি নিয়ে মন্তব্যের দায়ে শাস্তি  বহাল রাখার পরই সাংসদ হিসাবে পাওয়া দিল্লির বাংলো ছেড়ে দেন রাহুল । পুরনো ঠিকানায় ফিরতে পেরে কেমন লাগছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাহুল বলেন , ‘মেরে ঘর পুরা হিন্দুস্তান হ্যায়।’
গত শুক্রবার সুপ্রিম কোর্টে স্বস্তি মেলে রাহুল গান্ধির। নিম্ন আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে যে শাস্তির নির্দেশ দিয়েছিল শুক্রবার তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।  এর পরে লোকসভার স্পিকার ওম বিড়লা ওয়েনাড়ের সাংসদকে তাঁর পদ ফিরিয়ে দেন। সাংসদ পদ ফিরে পেলেও  ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো ফিরে পাবেন কিনা তা নিয়ে চাপান-উতোর শুরু হয়। যদিও রাহুল সোমবার এ প্রসঙ্গে বলেন, ‘‘মায়ের সঙ্গে তাঁর বাংলোয় থাকতে আমার অসুবিধা হচ্ছে না। এটাও চাইলে ছিনিয়ে নিতে পারে। আমি জানি, ভারতের মানুষ আমাকে আশ্রয় দেবেন।’’

গত প্রায় দু’দশক ধরে রাহুল গান্ধি দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের বাংলো ব্যবহার করেছেন। ২২ এপ্রিল সেই বাংলো ছেড়ে দেন তিনি।  লোকসভার হাউজ়িং কমিটি  ২২ এপ্রিল পর্যন্ত ১২ তুঘলক লেনের সরকারি বাংলোতে থাকার সময়সীমা দিয়েছিল। তা মেনেই নির্দিষ্ট সময়ে বাংলো ছেড়ে দেন রাহুল গান্ধি । আপাতত মা সনিয়ার  ১০ জনপথের সরকারি বাংলোতেই রয়েছেন তিনি । 

ভারত জোড়ো যাত্রায় রাহুল বলেছিলেন, ৫২ বছর বয়স হয়ে গেলেও তাঁর নিজস্ব বাড়ি নেই। তবে রাহুল ছেড়ে দেওয়ার পর ১২ তুঘলক লেনের বাংলোটি কাউকে বরাদ্দ করেনি লোকসভার সচিবালয়। প্রায় সাড়ে তিন মাস পরে সেই বাংলোতেই আবার ফিরছেন রাহুল গান্ধি।