• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পর্নোগ্রাফিতে থামল রামদেবের মিটিং

লখনউ, ২০ডিসেম্বর– পতঞ্জলি হেলথ রিসার্চ সেন্টারের মিটিং চলছিল। জুমের মাধ্যমে অনলাইনে মিটিংয়ে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন এলাকার পতঞ্জলি যোগপীঠের সদস্যরা। বাদ সাধল পর্ণ গ্রাফি। ঠিকই শুনেছেন পর্নোগ্রাফিই। রামদেবের মিটিয়ে মাঝেই আচমকাই স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিও ! ঘটনায় ইতিমধ্যেই মিটিংয়ে অংশ নেওয়া এক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে তাকে ।

লখনউ, ২০ডিসেম্বর– পতঞ্জলি হেলথ রিসার্চ সেন্টারের মিটিং চলছিল। জুমের মাধ্যমে অনলাইনে মিটিংয়ে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন এলাকার পতঞ্জলি যোগপীঠের সদস্যরা। বাদ সাধল পর্ণ গ্রাফি। ঠিকই শুনেছেন পর্নোগ্রাফিই। রামদেবের মিটিয়ে মাঝেই আচমকাই স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিও ! ঘটনায় ইতিমধ্যেই মিটিংয়ে অংশ নেওয়া এক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে তাকে ।

সূত্রের খবর, পতঞ্জলি যোগপীঠের সারা দেশের বিভিন্ন শাখা সদস্যরা তো বটেই, বিদেশ থেকেও অনেকে উপস্থিত ছিলেন ওই জুম-মিটিংয়ে। ছিলেন অনেক মহিলাও। সেই সময় আচমকাই মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়ার বাসিন্দা আকাশ নামে এক তরুণ ভুলবশত একটি অশালীন ভিডিও আপলোড করে দেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

Advertisement

এই ঘটনার পরেই পতঞ্জলির পক্ষ থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার জেলার ভদ্রাবাদ থানায় একটি এফআইআর দায়ের করেন কমল ভাদোরিয়া এবং শিবম ওয়ালিয়া। আকাশের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

Advertisement