ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো রাষ্ট্রপতি পুরস্কার-প্রাপ্ত শোলা শিল্পী আশীষ মালাকারকে 

Written by SNS October 10, 2022 3:53 pm
কাটোয়া, ১০ অক্টোবর– কাজ শেখানোর নাম করে লাগাতার ধর্ষণ এবং ব্ল্যাকমেলের  অভিযোগ উঠল রাষ্ট্রপতি পুরস্কার-প্রাপ্ত শোলা শিল্পী আশীষ মালাকারের বিরুদ্ধে। শোলার কাজ শিখিয়ে দেওয়ার নাম করে গ্রামেরই এক বধূকে বারংবার ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আশীষ মালাকারকে।কাটোয়া মহকুমার বনকাপাশি গ্রাম শোলাগ্রাম নামে পরিচিত। সেখানকারই বাসিন্দা আশীষ মালাকার শোলা শিল্পে শিল্পগুরু উপাধি পেয়েছিলেন। রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের একটি হস্তশিল্প প্রকল্পের মাধ্যমে গ্রামের মহিলাদের শোলার কাজ শিখিয়ে তাঁদের স্বনির্ভর করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল শিল্পী আশীষ মালাকারকে।অভিযোগ, সেখানকারই এক মহিলাকে শোলার কাজ শিখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন তিনি। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে বারংবার ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই এমন অনৈতিক কাজ করে আসছিলেন তিনি। তবে সম্প্রতি নির্যাতিতা মহিলা তাঁর পরিবারকে পুরো ঘটনার কথা খুলে বলেন। এর পরেই আশীষ মালাকারের বাড়িতে চড়াও হন নির্যাতিতার পরিবারের লোকজন, বেশ কিছু এলাকাবাসী এবং স্বনির্ভর প্রকল্পের অন্যান্য মহিলারা। বাড়িতে ঢুকে অভিযুক্ত শিল্পীকে মারধর করা হয় বলে জানা গেছে। মহিলারা জুতো দিয়ে মারধর করেন তাঁকে।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কৈচর থানার পুলিশ। তাঁরাই অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এরপর মঙ্গলকোট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ আশীষ মালাকারকে গ্রেফতার করে। সোমবার অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিল্পী। তার দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে।