কলকাতা, ১৮ জুলাই – প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম্মেন চান্ডি প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। চান্ডির মৃত্যুর খবর জানান কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ। এক টুইট বার্তায় প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুধাকরণ লেখেন, ‘প্রেমের শক্তিতে বিশ্বজয়ী রাজার গল্পের মর্মান্তিক সমাপ্তি ঘটেছে। ওম্মেন চান্ডির মতো একজন কিংবদন্তিকে হারিয়ে আমি অত্যন্ত শোকাহত। তাঁর স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে। আপনার আত্মার শান্তি কামনা করছি। ‘
Advertisement
Advertisement
Advertisement



