করোনা ছড়িয়েছে চিন, জানতেই আর্থিক সাহায্য বন্ধের হুমকি নিকির

Written by SNS March 1, 2023 5:50 pm

ওয়াশিংটন, ১ মার্চ — আইএফবি সম্প্রতি আলোড়ন সৃষ্টি করা এক রিপোর্টে দাবি করেছে দুর্ঘটনাবশত চিনের এক গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। এই রিপোর্টটি প্রকাশ করেছে আমেরিকার শক্তি মন্ত্রক এক তদন্ত কমিটি । আর এই রিপোর্ট পেতেই চিনের বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী নিকি হ্যালি। ভারতীয় বংশোদ্ভূত এই রিপাবলিকান রাজনীতিকের টুইট, ‘চিনের গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছে কোভিড ১৯। দেশটিকে সহায়তা করা বন্ধ করুক আমেরিকা। একটি পয়সাও যেন না দেওয়া হয় কমিউনিস্ট দেশটিকে।’

এর আগে নিকিকে সমাজমাধ্যমে এ ভাবে সরাসরি তোপ দাগতে দেখা না গেলেও অতীতে বহু বার আমেরিকা-বিরোধী দেশগুলির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। বলেছেন, ক্ষমতায় এলে আমেরিকা-বিদ্বেষীদের সব রকম আর্থিক সাহায্য একেবারে বন্ধ করে দেবেন তিনি। যে তালিকায় চিনের পাশাপাশি রয়েছে পাকিস্তান-সহ আরও বেশ কয়েকটি দেশ। নিকির দাবি, গত এক বছরে বিভিন্ন দেশকে সাহায্য করতে ৪৬০০ কোটি ডলার ব্যয় করেছে আমেরিকা। যা বিশ্বের সব দেশের নিরিখে সর্বোচ্চ। এই সূত্রে নিকির মন্তব্য, ‘‘তাঁদের দেওয়া করের অর্থ কী খাতে খরচ হচ্ছে তা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে আমেরিকানদের। তাঁরা হয়তো জানলে অবাক হবে যে তাঁদের কষ্টার্জিত অর্থের বেশির ভাগই যাচ্ছে আমেরিকা বিরোধীদেশগুলির কাছে।’’