• facebook
  • twitter
Sunday, 16 February, 2025

এবার বড় মাপে সুপারহিরো ‘শক্তিমান’

মুম্বই : সুপারহিরো ‘শক্তিমান’ যারা দেখেছেন তাদের কাছে যদি প্রশ্ন করা হয় বলুন তো সেই শক্তিমান আর আজকের বিভিন্ন সুপারহিরোদের মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো ? মনে হয় উত্তরটা হবে পুরোনো ‘শক্তিমান’।  আর যদি শক্তিমানকে একেবারে নতুন রূপে ফের দর্শকদের সামনে তুলে ধরা হয় তাহলে কেমন হয় বলুন তো ? একেবারে জমে ঘি।  ভারতের

মুম্বই : সুপারহিরো ‘শক্তিমান’ যারা দেখেছেন তাদের কাছে যদি প্রশ্ন করা হয় বলুন তো সেই শক্তিমান আর আজকের বিভিন্ন সুপারহিরোদের মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো ? মনে হয় উত্তরটা হবে পুরোনো ‘শক্তিমান’।  আর যদি শক্তিমানকে একেবারে নতুন রূপে ফের দর্শকদের সামনে তুলে ধরা হয় তাহলে কেমন হয় বলুন তো ? একেবারে জমে ঘি। 
ভারতের অন্যতম সুপারহিরো টিভি সিরিজ ‘শক্তিমান’ এবার বড় পর্দায় আসতে যাচ্ছে।  দীর্ঘদিন ধরেই সিনেমাটির তৈরির বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও নির্মাতাদের পক্ষ থেকে তেমন কোনো ঘোষণা আসেনি। তবে এবার সিনেমাটির বিষয়ে কথা বলেলেন টিভি নাটকের ‘শক্তিমান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না। 

অভিনেতা বলেন, ‘শক্তিমানকে আন্তর্জাতিক মানের করে তৈরির চেষ্টা চলছে।

তবে এটি অবশ্যই হচ্ছে। বেশ কিছু সাবধানতা মেনে সিনেমাটি বানানো হবে।’ মুকেশ খান্না আরো বলেন, ‘চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। এটি অনেক বড় স্তরের চলচ্চিত্র হতে চলেছে।
সিনেমাটির জন্য প্রায় ২০০ থেকে ৩০০ কোটি রুপি খরচ হবে। এটি তৈরি করবে সনি পিকচার্স, যারা কি না স্পাইডারম্যান তৈরি করেছে। তবে মাঝের কয়েকটা বছর করোনা মহামারি চলে আসায় দেরি হচ্ছে। আমি তো আমার চ্যানেলেও ঘোষণা করেওছিলাম যে সিনেমাটি হচ্ছে।
সিনেমাটির কাস্ট সম্পর্কে মুকেশ খান্না জানান, কাকে শক্তিমান হিসাবে দেখা যাবে, তা বলার অনুমতি নেই। তিনি বলেন, ‘শক্তিমান কোনো ছোট স্তরের চলচ্চিত্র নয়। এটা বড় স্তরেই হতে চলেছে। তবে এ বিষয়ে আমার কিছুই জানানোর অনুমতি নেই। এখন সব থেকে বড় প্রশ্ন আমি কি শক্তিমান হচ্ছি? কে শক্তিমান চরিত্রে থাকছেন? এসব বলার অনুমতি নেই।
এটা একটা বড় বাণিজ্যিক চলচ্চিত্র।  শুধু বলি, সকলেই জানেন আমি এই সিনেমাতে থাকছি। আমাকে ছাড়া এই সিনেমা হবে না। তবে শক্তিমানের চরিত্রে আমার উপস্থিতির কথা হয়নি। শীঘ্রই ঘোষণা হবে সিনেমাটির। তখনই জানতে পারবেন কে শক্তিমান হচ্ছে, কে পরিচালনা করছেন।’গত বছর সনি পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছিল ‘শক্তিমান’ সিনেমা হিসেবে বানানোর জন্য স্বত্ব কেনা হয়ে গেছে।  এটি বড় পর্দার জন্য সুপারহিরো ট্রিলজি হিসেবে তৈরি করা হবে। মাঝে গুঞ্জন উঠেছিল পরিচালক মৃণাল মুরলীর পরিচালনায় সুপার হিরো হয়ে আসবেন রণবীর সিং।  তবে সঠিক কোনো তথ্য না মেলায় সিনেমাটি আদৌ হচ্ছে কি না তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়।  তবে অবশেষে সিনেমাটি নির্মাণের বিষয়ে স্পষ্ট জানালেন মুকেশ খান্না।

১৯৯৭ সালে সালের সেপ্টেম্বর মাস থেকে দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল ‘শক্তিমান’। দীর্ঘ আট বছর চলেছিল এই টিভি সিরিজ। যেখানে মুকেশ খান্না ছিলেন সুপার হিরো শক্তিমান। ভারতের সর্বাধিক জনপ্রিয় টিভি সিরিজের মধ্যে অন্যতম এটি।