কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বিদেশমন্ত্রীর অভিযোগ উপেক্ষা করল নয়াদিল্লি

Written by SNS March 8, 2023 4:35 pm

India's Permanent Representative Ruchira Kamboj presides over the United Nations Security Council meeting on Ukraine on Tuesday, December 6,2022. (Photo Source: UN)

 রাষ্ট্রপুঞ্জ, ৮ মার্চ – কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির অভিযোগ সম্পূর্ণভাবে উপেক্ষা করল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘‘পাক বিদেশমন্ত্রীর ঘৃণ্য, ভিত্তিহীন মন্তব্য জবাব দেওয়ার উপযুক্ত নয়।’’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ের উপর বিতর্কে’ জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তুলে বিলাবল অভিযোগ করেছিলেন, ভারত কাশ্মীরের মহিলাদের উপর নিগ্রহ চালাচ্ছে। এর পাল্টা রুচিরা বলেন, ‘‘পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়াতে চাইছে পাকিস্তান।’’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করে আসছেন বিলাবল। গত ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গার প্রসঙ্গ তুলে বিলাবল বলেছিলেন, ‘‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।’’ এর পরেই কূটনৈতিক স্তরে নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনা বাড়ে । এরপর ফেব্রুয়ারিতে পাক সরকার আয়োজিত ‘কাশ্মীর সংহতি দিবস’ কর্মসূচিতে ভারতকে আক্রমণ করে বিলাবল বলেন, “কাশ্মীরিদের নিজের জায়গায় একঘরে করে দেওয়া হয়েছে। কাশ্মীর উপত্যকায় পরিকল্পনামাফিক অন্যান্য রাজ্যের বাসিন্দাদের থাকার সুযোগ করে দিচ্ছে ভারত সরকার। এর ফলে কাশ্মীরের ভূমিপুত্ররা অধিকার হারাচ্ছে।’’