নবির জবাব খাড়গে, রাহুলকে ফেরাতে ধনুকভাঙা পণ সিনিয়র কংগ্রেস নেতাদের

Written by SNS August 27, 2022 5:19 pm

দিল্লি, ২৭ অগাস্ট– শুক্রবারই রাহুল গান্ধিকে দায়িত্বজ্ঞানহীন তকমা দিয়ে দল ছেড়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। আর শনিবার সেই রাহুল গান্ধিকে যেভাবেই হোক দলের সভাপতি পদে ফেরাতে ধনুকভাঙা পণ সিনিয়র কংগ্রেস নেতাদের। দলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে যেমন বলেই দিচ্ছেন, কংগ্রেস সভাপতি পদে ফেরার জন্য রাহুলকেই অনুরোধ করবেন তাঁরা। ওয়ানড়ের সাংসদ যদি অনুরোধে রাজি না হন, তাহলে তাঁকে জোর করতেও পিছপা হবে না দল।

একদিন আগেই গুলাম নবি আজাদের মতো সিনিয়র নেতা রাহুল গান্ধিকে ‘অপরিণত’ বলে তোপ দেগেছেন। দাবি করেছেন, তাঁর ছেলেমানুষি আর খামখেয়ালিপনার জন্য ব্যাকফুটে চলে গিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধি নিজেও বারবার স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজে আর কংগ্রেস সভাপতি পদে ফিরবেন না। এমনকী তাঁর পরিবারের কেউ দলের সভাপতিত্ব করুক সেটাও তিনি চান না। 

কিন্তু কংগ্রেস নেতারা এখনও গান্ধিকেই চান। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে খাড়গে বলেন,”রাহুল কংগ্রেসের সবচেয়ে বেশি পরিচিত এবং সম্মানীয় নেতা। আর এমন কোনও নেতা নেই, যে সর্বভারতীয় স্তরে রাহুলের মতো পরিচিত।”