ক্যানসারের টিকা বানাচ্ছে মোডার্না, ঝুলিতে ৪৪% সাফল্য 

Written by SNS December 14, 2022 6:07 pm

ওয়াশিংটন ,১৪ ডিসেম্বর — করোনার পর এবার ক্যান্সার জয়ের পথে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মোডার্না। এবার ফার্মা রিসার্চ সেন্টার মার্কের সঙ্গে হাত মিলিয়ে আর আরএনএ টেকনোলজিতে ক্যানসারের টিকা বানিয়েছে মোডার্না। এই টিকার ট্রায়ালে সাফল্যও পাওয়া যাচ্ছে বলে দাবি।

ক্যানসারের মতো মারণ রোগের ভ্যাকসিন তৈরি সম্ভব কিনা সে নিয়ে বহু বছর ধরেই চর্চা চলছে। ক্যানসারের ভ্যাকসিন যদি বানানো যায় এবং তা মানুষের শরীরে কার্যকরী হয়, তাহলে সেটা হবে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার। বিশ্বজুড়ে বিজ্ঞানীরাই এই গবেষণায় মাথা ঘামিয়ে যাচ্ছেন। জরায়ুমুখের টিকা নিয়ে গবেষণা চলছে। এবার ত্বকের ক্যানসারের টিকা তৈরি করছেন মোডার্নার গবেষকরা।

মোডার্নার সিইও স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, এই ভ্যাকসিন ক্যানডিডেটের নাম এমআরএনএ -৪১৫৭/ভি৯৪০, ক্যানসার আক্রান্ত রোগীদের শরীরে দু’বার ট্রায়াল করে ৪৪% সাফল্য পাওয়া গেছে। ক্যানসার কোষের বিভাজন থামানো যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।