• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

আমিষ নিষিদ্ধের পর এবার বিচারের আগেই বিরোধীদের বাডি় বুলডোজারে গুডি়য়ে দিল মোহন প্রশাসন

ভোপাল, ১৫ ডিসেম্বর– দু’দিন হয়েছে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন মোহন যাদব৷ বুধবার শপথ নিয়েই বৃহস্পতিবার গোটা মধ্যপ্রদেশ জুড়ে ধর্মীয়স্থানগুলির আশে-পাশে আমিষ খাবার বিক্রি তথা  ধর্মীয় স্থানে মাইক ব্যবহার নিষিদ্ধ করে দেয় মোহন সরকার৷ আর ঠিক তার একদিন পরেই রাজ্যে শুরু হয়ে গেল ‘বুলডোজার সাজা’-র কাজ৷  বৃহস্পতিবার বিচারের আগেই চার ব্যক্তির বাডি় রাতে গুডি়য়ে

ভোপাল, ১৫ ডিসেম্বর– দু’দিন হয়েছে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন মোহন যাদব৷ বুধবার শপথ নিয়েই বৃহস্পতিবার গোটা মধ্যপ্রদেশ জুড়ে ধর্মীয়স্থানগুলির আশে-পাশে আমিষ খাবার বিক্রি তথা  ধর্মীয় স্থানে মাইক ব্যবহার নিষিদ্ধ করে দেয় মোহন সরকার৷ আর ঠিক তার একদিন পরেই রাজ্যে শুরু হয়ে গেল ‘বুলডোজার সাজা’-র কাজ৷  বৃহস্পতিবার বিচারের আগেই চার ব্যক্তির বাডি় রাতে গুডি়য়ে দিয়েছে তাঁর প্রশাসন৷
সরকারি সূত্রের খবর, ৩ ডিসেম্বর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন এক বিজেপি সমর্থকের সঙ্গে তর্ক বিতর্ক বাধে অভিযুক্তদের৷ অভিযোগ, পরে হাতাহাতি শুরু হয়৷ আসলাম নামে এক ব্যক্তি বিজেপি সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ সেই ঘটনায় পুলিশ আসলাম ও তাঁর তিন সহযোগী শাহরুখ, ফারুখ শামিরদের গ্রেফতার করে৷ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর মুখেই বৃহস্পতিবার প্রশাসন চার অভিযুক্তের বাডি়তে বুলডোজার নিয়ে হাজির হয়৷ ভেঙে দেওয়া হয় ঘরবাডি়৷ মধ্যপ্রদেশে বুলডোজার শাসন অবশ্য নতুন নয়৷ সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার শাসন কায়েম করে একদিকে বহু মানুষের প্রশংসা কুডি়য়েছিলেন৷
সুপ্রিম কোর্ট সহ একাধিক আদালত বুলডোজার শাসন বেআইনি বললেও তাতে লাগাম পডে়নি৷ বিরোধীদের অভিযোগ, সুশাসন প্রতিষ্ঠার নামে বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলি সংখ্যালঘুদের নির্যাতনে বুলডোজার শাসন চালু করেছে৷ মধ্যপ্রদেশের আগের সরকার রাম নবমীর মিছিলে হামলাকারীদের বাডি়ও ভেঙে দিয়েছিল৷ আবার একই সাজা দেওয়া হয় দলিত তরুণের মুখে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্তের৷ সরকারি বুলডোজার মুহূর্তে তার বাডি় গুডি়য়ে দেয়৷

Advertisement

Advertisement