আমিষ নিষিদ্ধের পর এবার বিচারের আগেই বিরোধীদের বাডি় বুলডোজারে গুডি়য়ে দিল মোহন প্রশাসন

Written by Sunita Das December 15, 2023 4:03 pm

ভোপাল, ১৫ ডিসেম্বর– দু’দিন হয়েছে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন মোহন যাদব৷ বুধবার শপথ নিয়েই বৃহস্পতিবার গোটা মধ্যপ্রদেশ জুড়ে ধর্মীয়স্থানগুলির আশে-পাশে আমিষ খাবার বিক্রি তথা  ধর্মীয় স্থানে মাইক ব্যবহার নিষিদ্ধ করে দেয় মোহন সরকার৷ আর ঠিক তার একদিন পরেই রাজ্যে শুরু হয়ে গেল ‘বুলডোজার সাজা’-র কাজ৷  বৃহস্পতিবার বিচারের আগেই চার ব্যক্তির বাডি় রাতে গুডি়য়ে দিয়েছে তাঁর প্রশাসন৷
সরকারি সূত্রের খবর, ৩ ডিসেম্বর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন এক বিজেপি সমর্থকের সঙ্গে তর্ক বিতর্ক বাধে অভিযুক্তদের৷ অভিযোগ, পরে হাতাহাতি শুরু হয়৷ আসলাম নামে এক ব্যক্তি বিজেপি সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ সেই ঘটনায় পুলিশ আসলাম ও তাঁর তিন সহযোগী শাহরুখ, ফারুখ শামিরদের গ্রেফতার করে৷ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর মুখেই বৃহস্পতিবার প্রশাসন চার অভিযুক্তের বাডি়তে বুলডোজার নিয়ে হাজির হয়৷ ভেঙে দেওয়া হয় ঘরবাডি়৷ মধ্যপ্রদেশে বুলডোজার শাসন অবশ্য নতুন নয়৷ সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার শাসন কায়েম করে একদিকে বহু মানুষের প্রশংসা কুডি়য়েছিলেন৷
সুপ্রিম কোর্ট সহ একাধিক আদালত বুলডোজার শাসন বেআইনি বললেও তাতে লাগাম পডে়নি৷ বিরোধীদের অভিযোগ, সুশাসন প্রতিষ্ঠার নামে বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলি সংখ্যালঘুদের নির্যাতনে বুলডোজার শাসন চালু করেছে৷ মধ্যপ্রদেশের আগের সরকার রাম নবমীর মিছিলে হামলাকারীদের বাডি়ও ভেঙে দিয়েছিল৷ আবার একই সাজা দেওয়া হয় দলিত তরুণের মুখে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্তের৷ সরকারি বুলডোজার মুহূর্তে তার বাডি় গুডি়য়ে দেয়৷