শিশুদের মুগ্ধ করল মোদিজীর ম্যাজিক

Written by SNS November 16, 2023 7:32 pm

দিল্লি, ১৬ নভেম্বর – বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে তিনি  দুই শিশুর সঙ্গে মেতে রয়েছেন নানা রকম মজাদার খেলায়৷ স্নেহশীল অভিভাবকের ভুমিকায় যেমন তাঁকে দেখা গেছে, পাশাপাশি তাদের ম্যাজিকও দেখাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী৷ দুই শিশুকে কাছে টেনে নিয়ে কয়েন দিয়ে একটি মজার খেলা দেখালেন৷ এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ‘লাল ঝুঁটি কাতাতুয়া ধরেছে যে বায়না’ গানের সুর৷

গত মঙ্গলবার ছিল শিশু দিবস৷ বৃহস্পতিবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদি দুটি ছোট ছেলেমেয়েকে ম্যাজিক দেখাচ্ছেন৷ কয়েন নিয়ে ম্যাজিক৷ প্রথমে কয়েনটি নিজের কপালে লাগাচ্ছেন৷ তার পর মাথার পিছনে চাটি মেরে হাতে ফেলছেন৷ কিন্ত্ত ছোট ছেলেমেয়ে দুটির কপালে একইভাবে কয়েন লাগিয়ে দিলেও, চাটি মারলেও তা পড়ছে না৷ কয়েন ভ্যানিশ! শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই খুনসুটি দেখে আপ্লুত গেরুয়া শিবিরের একাংশ৷ এমন ভুমিকায় প্রধানমন্ত্রীকে আদৌ দেখা গিয়েছে কিনা তা নিয়ে সন্দিহান তাঁরা৷

যদিও সোশাল মিডিয়ায় এ নিয়ে কটাক্ষও শুরু হয়েছে৷ তাতে লেখা হয়েছে, “মোদি আঙ্কল, টাকার দাম কীভাবে এতটা ফেলে দিলেন?‘এভাবে’৷”

শিশুদের ব্যাপারে বিশেষভাবে যত্নশীল ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু৷ ১৪ নভেম্বর তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয়৷ তারপর থেকে ১৪ নভেম্বর দেশের প্রাক্তন থেকে শুরু করে বর্তমান – সব প্রধানমন্ত্রীই প্রতীকী ভাবে দিনটি স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করেন, কিছুটা সময় তাদের সঙ্গে কাটান৷ দেশের অভ্যন্তরে নানা রাজনৈতিক কূটকচালি, বিদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা, বিভিন্ন ধরণের সরকারি কাজকর্ম পরিচালনার মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই শিশুদের সঙ্গে মিশে যাওয়া উপভোগ করেছেন কমবেশি সবাই৷
তবে এই ভিডিওটি কবে, কোথায় তোলা হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি মোদি এবং বিজেপির করা পোস্টে৷