অমিত শাহের পা রাখার আগেই খুন, পরে বন্ধ ইন্টারনেট

Written by SNS October 4, 2022 3:10 pm

জম্মু-কাশ্মীরে তাঁর তিন দিনের সফর।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই সফর ঘিরে কার্যত দুর্গে  উপত্যকা। কারণ  তিনি উপত্যকায় পা রাখার আগের রাতেই সোমবার বাড়িতে খুন হয়ে গিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি (কারা)। এ হেন পরিস্থিতিতে জম্মুর রাজৌরি সেক্টর-সহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট  পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।

জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালে দেশবিরোধী কার্যকলাপ রুখতেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সোমবার রাতে জম্মুর অদূরে উদয়ওয়ালায় নিজের বাড়িতেই খুন হয়েছেন এই আইপিএস অফিসার হেমন্ত লোহিয়া। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে উপত্যকার পুলিশ প্রশাসনে।

জম্মু-কাশ্মীর জোনের এডিজি মুকেশ সিং সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “হেমন্ত লোহিয়ার বাড়িতে যে গৃহসহায়ক থাকত ঘটনার পর থেকে সে পলাতক। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে সেই খুন করেছে। তারপর পালিয়ে গিয়েছে। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।”