• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জম্মুতে পাক হামলা ব্যর্থ দাবি ওমর আবদুল্লার

শুক্রবার ভোর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জয়সলমেরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে পাকিস্তান ড্রোন হামলা চালায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পুঞ্চ, রাজৌরি এবং জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তে লাগাতার গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান সেনা। বৃহস্পতিবার রাতেও তা অব্যাহত ছিল। জম্মুর শহরজুড়ে ব্ল্যাকআউট ছিল বৃহস্পতির রাতে। তারই মধ্যে ড্রোন হামলা চালায় পাকিস্তান। ব্যর্থ হওয়ার পর শুক্রবার ভোরে আবার হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। পুঞ্চ এলাকায় পাকিস্তানের ছোড়া গোলাগুলিতে আহত হন বেশ কয়েকজন। পরপর হামলার খবর পেয়ে শুক্রবার ভোরেই জম্মুতে পৌঁছন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালেও ছুটে যান তিনি। ওমর নিজেই গাড়ি চালিয়ে জম্মুতে গিয়ে উপত্যকার পরিস্থিতি পর্যালোচনা করেন। ওমরের দাবি, জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হয়েছে।

শুক্রবার সমাজ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লা বলেন, ‌‘গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু শহর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু যাচ্ছি। আমি এখন গাড়িতে আছি।’ এরপর তিনি জম্মুতে পৌঁছন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান।

Advertisement

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি  বর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান। জম্মুর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। সেখানে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র ও মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়। জম্মুর আখনুর এবং কিশতওয়ারে সম্পূ্র্ণ ব্ল্যাকআউট করা হয়। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। পাকিস্তানি হামলার কথা জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গোটা বিষয়টির উপর নজর রাখেন প্রধানমন্ত্রীও। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। 
 
জম্মু শহরের স্থানীয় এক বাসিন্দা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। তিনি বলেন, ‘প্রথম বিস্ফোরণের পরপরই পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। তারপর রাতভর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। পরে আমরা জানতে পারি যে এগুলো ছিল ড্রোন হামলার শব্দ এবং ভারতের সেনাবাহিনী লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সব ড্রোন ধ্বংস করেছে।’

ভারতীয় সেনার তরফে পাকিস্তানের হামলার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জয়সলমেরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে পাকিস্তান ড্রোন হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা আক্রমণ করে অন্তত ৫০টিরও বেশি পাকিস্তানি ড্রোন হামলা বানচাল করে।

Advertisement

এদিকে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল জম্মুতে ড্রোন হামলার পাশাপাশি জম্মু-কাশ্মীরের সাম্বা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানিরা, সেই চেষ্টা রুখে দেওয়া হয়েছে।আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সজাগ রয়েছে বিএসএফ, ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশ। 

Advertisement