• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের রাতের অন্ধকারে নিরীহ ভারতীয়দের উপর আক্রমণ পাকিস্তানের

এখন জম্মু ও কাশ্মীরের আরএস পোরা, আরনিয়া এবং অন্যান্য সেক্টরে আর্টিলারি শেলিং শুরু হয়েছে। জম্মু, সাম্বা ও পাঠানকোটে দেখা গেছে পাকিস্তানি ড্রোন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের বিমান প্রতিরক্ষা ব্ল্যাকআউটের মধ্যে পাকিস্তানি ড্রোনকে বাধা দেওয়ার সময় সাম্বাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ এখন জম্মু ও কাশ্মীরের আরএস পোরা, আরনিয়া এবং অন্যান্য সেক্টরে আর্টিলারি শেলিং শুরু হয়েছে।

লজ্জাহীন পাকিস্তান। বৃহস্পতিবার রাত্রে কাপুরুষের মতো আক্রমণ করে হেরে গিয়েও লজ্জা হয়নি সন্ত্রাসবাদীদের পালন করা দেশটির। তাদের শেলিং প্রতিহত করতে গোটা জম্মু জুড়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতের বিমান প্রতিরক্ষা ব্ল্যাকআউটের মধ্যে পাকিস্তানি ড্রোনকে বাধা দেওয়ার সময় সাম্বাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ এখন জম্মু ও কাশ্মীরের আরএস পোরা, আরনিয়া এবং অন্যান্য সেক্টরে আর্টিলারি শেলিং শুরু হয়েছে। জম্মু, সাম্বা ও পাঠানকোটে দেখা গেছে পাকিস্তানি ড্রোন।

Advertisement

প্রাক্তন ডিজিপি এসপি ভাইদ দ্বিতীয় ড্রোন হামলা সম্পর্কে বলেন, কিছুক্ষণ আগে জম্মুতে ড্রোন অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। আপনারা এখন আওয়াজ পাচ্ছেন, গোটা জম্মু জুড়ে ব্ল্যাকআউট আছে। আমাদের সেনা তৈরি এই বিষয়ের কড়া জবাব দেওয়ার জন্য।

Advertisement

Advertisement