চলন্ত ট্রেন থেকে উধাও কোটি টাকার সোনা, ব্যবসায়ীর মতলব ধারণা পুলিশের  

Written by SNS November 11, 2022 5:10 pm
পাটনা, ১১ নভেম্বর– চলন্ত ট্রেন থেকে তাঁর এক কোটি টাকা মূল্যের সোনা উধাও হয়েছে বলে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন রেল পুলিশের কাছে। তিনি জানিয়েছেন বিহারের আরা থেকে পাটনার মধ্যে কামাখ্যা এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। অভিযোগকারী রাজস্থানের একজন ব্যবসায়ী। তাঁর দাবি তিনি প্রায় দু’কেজি সোনার গয়না এবং দু’লাখ টাকা সঙ্গে নিয়ে ভ্রমণ করছিলেন। দু’টিই গায়েব হয়ে গিয়েছে চলন্ত ট্রেন থেকে।  

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযোগের সপক্ষে সামান্য তথ্যপ্রমাণ না পাওয়ায় ব্যবসায়ীর কোনও মতলব আছে বলে সন্দেহ করেছে। পুলিশের একাংশের ধারণা, ব্যবসায়িক বা পারিবারিক কোনও সমস্যা থেকে রেহাই পেতেই ওই যাত্রী গল্প ফেঁদে থাকতে পারেন। কারণ, সিসিটিভি ক্যামেরা এবং সহযাত্রীদের জিজ্ঞাসাবাদ করে চুরির প্রাথমিক তথ্যপ্রমাণটুকুও উদ্ধার করতে পারেনি তারা।

রাজস্থানের নাগৌর জেলার ওই ব্যবসায়ী মনোজ কুমার জৈন পাটনা জংশন রেলস্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি অসমের তপননগরে ব্যবসা করেন। তিনি দাবি করেছেন, ট্রেনে দুটি ব্যাগ নিয়ে উঠেছিলেন। একটিতে দুই কেজি সোনার গয়না, অন্যটিতে নগদ দুই লাখ টাকা রাখা ছিল।