• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অনুব্রতর গড়ে গিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি মীনাক্ষীর

বীরভূম,৬ সেপ্টেম্বর — বীরভূমের রামপুরহাটের সভায় দাঁড়িয়ে মীনাক্ষী সোমবার বলেছেন, “আমাদের টাকায় সরকারের প্রকল্প। সেখান থেকে নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে’। অনেকের মতে, অনুব্রতর গড়ে গিয়ে যেন তাঁর ভাষাতেই প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাইলেন তরুণ সিপিএম নেত্রী।তিনি আরো বলেছেন পুলিশকে হুঁশিয়ারি দেব যে আমাদের ছেলেদের গায়ে হাত দেবেন না,তাদের বয়স কম এবং রক্ত গরম ,তার পাল্টা

বীরভূম,৬ সেপ্টেম্বর — বীরভূমের রামপুরহাটের সভায় দাঁড়িয়ে মীনাক্ষী সোমবার বলেছেন, “আমাদের টাকায় সরকারের প্রকল্প। সেখান থেকে নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে’। অনেকের মতে, অনুব্রতর গড়ে গিয়ে যেন তাঁর ভাষাতেই প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাইলেন তরুণ সিপিএম নেত্রী।তিনি আরো বলেছেন পুলিশকে হুঁশিয়ারি দেব যে আমাদের ছেলেদের গায়ে হাত দেবেন না,তাদের বয়স কম এবং রক্ত গরম ,তার পাল্টা জবাব দিলে আমাদের কোনো দায় থাকবে না।পাল্টা তৃণমূলের এক নেতা বলেছেন এসব করে কোনো লাভ হবে না ,ভোট আসলেই দেখতে পাবেন সিপিএম আবার আর্য ভট্ট হয়ে গেছে।

Advertisement

Advertisement