বেঙ্গালুরু,২রা সেপ্টেম্বর — ১৬ বছরের দুই নাবালিকার ধর্ষণের অভিযোগের ভিত্তিতে কর্ণাটকের মুরুঘা মঠের প্রধান শিবমূর্তি মুরুগা শরনারুকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, মঠের গুরুকূলে নাবালিকা পড়ুয়াদের ধর্ষণ করতেন তিনি। যদিও তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই এইসব চক্রান্ত হচ্ছে। তিনি কোনও অপরাধ করেননি, সবটাই ষড়যন্ত্র।
Advertisement
Advertisement



