• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুষ্কৃতীর ছুরিতে পার্কে আহত একের পর এক শিশু

প্যারিস, ৮ জুন– বাদ গেল না ছোটদের পার্কটিও। দুষ্কৃতীর হামলায় আক্রান্ত বহু শিশু। ঘটনাটি ফ্রান্সের। ছুরিবাজের হামলায় রক্তাক্ত হল ফ্রান্সের আল্পাইন টাউন। শিশুদের সঙ্গে আক্রান্তদের হয়েছেন একজন প্রাপ্তবয়স্কও। আহতদের অনেকেরই প্রাণ সংশয় রয়েছে বলে জানা যাচ্ছে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন সে হামলা চালিয়েছিল তা অবশ্য এখনও জানা যায়নি। প্রসঙ্গত, আমেরিকার মতো ফ্রান্সেও বন্দুকবাজ বা

প্যারিস, ৮ জুন– বাদ গেল না ছোটদের পার্কটিও। দুষ্কৃতীর হামলায় আক্রান্ত বহু শিশু। ঘটনাটি ফ্রান্সের। ছুরিবাজের হামলায় রক্তাক্ত হল ফ্রান্সের আল্পাইন টাউন। শিশুদের সঙ্গে আক্রান্তদের হয়েছেন একজন প্রাপ্তবয়স্কও। আহতদের অনেকেরই প্রাণ সংশয় রয়েছে বলে জানা যাচ্ছে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন সে হামলা চালিয়েছিল তা অবশ্য এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, আমেরিকার মতো ফ্রান্সেও বন্দুকবাজ বা ছুরিবাজের হামলা নতুন নয়। বারংবারই এভাবে সাধারণ মানুষের উপরে হামলার ঘটনার সাক্ষী হয়েছেন ফ্রান্সের সাধারণ মানুষ। তারই পুনরাবৃত্তি।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফ্রান্সের আল্পসের শহরটিতে ছোটদের এক পার্কে আচমকাই হামলায় চালায় ওই আততায়ী। পরপর শিশুদের ছুরিবিদ্ধ করতে থাকে সে। প্রশাসনের সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির দাবি, সব মিলিয়ে ৪টি শিশু আক্রান্ত হয়েছে। ছুরির কোপে ঘায়েল হয়েছেন দু’জন প্রাপ্তবয়স্কও। আহত শিশুদের মধ্যে অন্তত দু’জনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে।

Advertisement

Advertisement