• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যের দাবি আদায়ে দিল্লিতে ধরনায় বসবেন মমতা 

কলকাতা, ২১ মার্চ — কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন,  আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেডকর মূর্তির সামনে তিনি দু’দিনের ধর্না দেবেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা-সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবি আদায়েই দিল্লিতে গিয়ে ধর্নায় বসতে চলেছেন তিনি।মমতা জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, লাঞ্ছনা এবং দিল্লির একনায়ক মনোভাবের

কলকাতা, ২১ মার্চ — কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন,  আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেডকর মূর্তির সামনে তিনি দু’দিনের ধর্না দেবেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা-সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবি আদায়েই দিল্লিতে গিয়ে ধর্নায় বসতে চলেছেন তিনি।মমতা জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, লাঞ্ছনা এবং দিল্লির একনায়ক মনোভাবের বিরুদ্ধে ধর্নায় বসছেন তিনি।

মঙ্গলবার ওড়িশা সফরে যান মুখ্যমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে বিমান ধরার আগে দিল্লিতে ধর্নায় বসার কথা জানান মমতা। দিন তিনেকের ওড়িশা সফরে পুরীর মন্দিরে পুজো দেবেন মমতা। সেখানে বাংলার একটি অতিথিনিবাসের জমিও চিহ্নিত করার কথা মুখ্যমন্ত্রীর। তবে এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে মমতার বৈঠক। সম্প্রতি কলকাতায় দলীয় কর্মসূচিতে এসে মমতার সঙ্গে দেখা করে কংগ্রেসকে ছাড়া বিরোধী জোটের সলতে পাকিয়ে গিয়েছেন এসপি নেতা অখিলেশ যাদব। 

Advertisement

২৯ তারিখ দুপুর ১২টায় বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায়  বসবেন। তা চলবে ৩০ মার্চ পর্যন্ত। তিনি এও বলেছেন, মুখ্যমন্ত্রী হিসাবে এই ধর্না কর্মসূচি করবেন তিনি।তৃণমূলনেত্রী হিসেবে নয়। 

Advertisement

Advertisement