এশিয়াডে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লাভলিনাকে।

Written by SNS October 5, 2023 11:10 am

ভারত:- এশিয়াডে মহি‌লাদের বক্সিংয়ে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় তারকা বক্সার লাভলিনাকে। মহিলাদের ৭৫ কেজিতে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লাভলিনা বরগোঁহাইকে। অসমের কন্যা চিনের লি কিয়ানের কাছে ফাইনাল ম্যাচে হেরে রুপো পেলেন। সোনার প্রত্যাশা পূরণ করা হল না লাভলিনার। মহিলাদের ৫৪-৫৭ কেজির সেমিফাইনালে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা। পারভিন সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন ইউ টিং-এর কাছে হেরে গেলেন। ফাইনালে উঠতে না পারলেও শেষ চারে জায়গা করে নেওয়ায় পদক নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ জিতের ভারতের পদক সংখ্যা বাড়ালেন পারভিন। সোনা জিততে না পারলেও পদকের বৃত্তটা পূরণ করলেন লাভলিনা। সূত্রের খবর, অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ একাধিক ইভেন্টে পদক জিতেছেন এবার এশিয়ান গেমসেও পদক জিতলেন ভারতের মহিলা বক্সার লাভলিনা। ২০২১ সালে টোকিও অলিম্পিকে পদক, বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও এই প্রথম এশিয়ান গেমসে পদক জিতলেন অসমের মহিলা বক্সার। যে কোনও আন্তর্জাতিক ইভেন্টের বক্সিংয়ে সেমিফাইনালে ওঠা মানেই অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হওয়া। আর এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে বেশ কিছু বিভাগে পদক জেতা মানেই অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ হয়। সেটা  আগেই করেছেন লাভলিনা। জানা গিয়েছে, সেমিফাইনালে পৌঁছে একদিকে যেমন দেশের হয়ে একটি পদক নিশ্চিত করলেন তেমনই প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করে ফেললেন অসমের বক্সার। কিন্তু সেমিফাইনািলে অনায়াসে জয় পেয়েই ফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় মহিলা বক্সার। কিন্তু ফাইনালে স্বপ্ন পূরণ করতে পারলে‌ন না। মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের ফাইনালে উঠেছিলেন লাভলিনা