• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এশিয়ান গেমসে অংশ নিতে চায় রাজমিস্ত্রির মেয়ে অ্যাথলিট দীপ্তি রাজবংশী বিদ্যুৎ ভৌমিক

ছন্দের ওপরে নির্ভর করে প্রথম থেকেই ভালই পারফরম্যান্স নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে উত্তর ২৪ পরগণার সোদপুরের শটপুটার তপশিলী সম্প্রদায়ের কিশোরী অ্যাথলিট দীপ্তি রাজবংশী

ছন্দের ওপরে নির্ভর করে প্রথম থেকেই ভালই পারফরম্যান্স নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে উত্তর ২৪ পরগণার সোদপুরের শটপুটার তপশিলী সম্প্রদায়ের কিশোরী অ্যাথলিট দীপ্তি রাজবংশী । কিন্তু ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত ৪০ তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে শটপুটে ১২.১৮ মিটার দূরত্ব করে ৫ম স্হান পেয়েই তার স্বপ্নভঙ্গের যন্ত্রণা দ্বিগুণ বাড়িয়ে দিলো ।
তাতেও দীপ্তি ক্ষান্ত নয় । সেই ভাবনায় ভাবিত হয়ে দীপ্তি আবার নবোদ্যমে নিজেকে তৈরি করছে দ্রোণাচার্য কোচ কুন্তল রায়ের প্রশিক্ষণে পরিশ্রম করে চলেছে। ফলের আশা না করেই পরিশ্রম করে নিজেকে উদ্বুদ্ধ হতে হবে ।জীবনে কোনও আক্ষেপ যেন না থাকে। তাতেই কঠিন পরিস্থিতি সহজ থেকে সহজতর হয়ে উঠবে ।নএটাই কথা । সেটাই মেনে চলেছে সোদপুরের কিশোরীঅ্যাথলিট ।
ওড়িশার ভুবনেশ্বরের জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নেওয়ার পরে সোদপুরের মিলনগড় নাটাগড়ের বাড়িতে ফিরেই দীপ্তি বলে,বাবা গোবিন্দ রাজবংশীকে রাজমিস্ত্রির কাজ করে অভাবী সংসার চালাতে বেশ বেগ পেতে হয় । তবুও মেয়ের কঠিন জেদের কাছে তাঁকেও নতিস্বীকার করতে বাধ্য হতে হয় । সেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের দীপ্তি ২০১৭ সাল থেকে এখনও সোদপুরের মাঠে দ্রোণাচার্য কোচ কুন্তল রায়ের প্রশিক্ষণে শটপুটে নিজেকে মনোনিবেশ করে চলেছে।
মা মিনতি রাজবংশী আদতে গৃহবধূ হলেও মেয়ের খেলার ব্যাপারে সদাসর্বদা উৎসাহিত করে চলেছেন।মূলত বাবার ইচ্ছেতেই অ্যাথলেটিক্সে তার পদার্পণ ও সেই থেকেই উত্তরণ। শটপুট তার পছন্দের ইভেন্ট।এই ইভেন্টের ওপর ভরসা করে দীপ্তি অ্যাথলেটিক্সে অগ্রগতি অব্যাহত রেখেছে। ২০২৩ সালে কলকাতার সাই স্পোর্টস কমপ্লেক্সে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় ৭১তম স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ২০২৩ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে শটপুটে ১১.২১ মিটার দূরত্ব করে দ্বিতীয় স্হান অধিকার করে দীপ্তি ।
ঐ বৎসর অক্টোবর কলকাতার সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার ৩৪তম ইষ্ট জোন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে শটপুটে সোদপুরের অ্যাথলিট দীপ্তি ১১.২০ মিটার রেকর্ড করে দ্বিতীয় স্হান দখল করে ।ঐ বৎসরের ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কলকাতার সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত ৬৭তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস ২০২৩ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে সাফল্য পায়।
সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী দীপ্তি শটপুট ইভেন্টে ৯.২৬ মিটার পারফরম্যান্স দেখিয়ে সোনা পদক ছিনিয়ে নিয়ে শিরোনামে উঠে আসে। নামের প্রতি সুবিচার করে উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখেছে।এছাড়া গত ২০২৪ সালে কলকাতার সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত ৭২তম স্টেট অ্যাথলেটিক্সে অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে উত্তর ২৪ পরগণার দীপ্তি শটপুট ইভেন্টে ৯.২৩ মিটার ছুঁড়ে প্রথম হয়।
আবার নব প্রজন্ম স্টেট ইউথ হোস্টেল আয়োজিত ৬৮ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সে শটপুটে ১১.২২মিটার রেকর্ড করে প্রথম স্হান অধিকার করে। এছাড়া ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উত্তরপ্রদেশের লক্ষনৌতে অনুষ্ঠিত স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার ৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪- ২৫ প্রতিযোগিতায় দীপ্তির সাড়া জাগানো সাফল্য এ রাজ্যকে গর্বিত করেছে ।
এরই মধ্যে দীপ্তি কলকাতার ইষ্টবেঙ্গল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করে ক্লাবের ৬২ তম বার্ষিক অ্যাথলেটিক্স মিটে শটপুট ইভেন্টে অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে ১১.৬৫ মিটার দূরত্ব করে রেকর্ড গড়ে। ৭৩তম স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সল্টলেকের সাই কমপ্লেক্সে ও বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়। শটপুট ইভেন্টে অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে সোদপুরের অ্যাথলিট দীপ্তি স্বকীয়তা বজায় রেখে বুদ্ধিদীপ্ত প্রতিভার বিকাশ ঘটে এবং শীর্ষস্হান পায়।
অ্যাথলিট দীপ্তি রাজবংশী জানায়, সব অ্যাথলিটই চায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুবাদে এশিয়ান গেমসে খেলার সুযোগ অর্জন করা। সেজন্য সেও সেই লক্ষ্যপূরণে এখন আমি ব্যস্ত আছি।থেকে তার ক্রীড়াদক্ষতার দিকে নজর রেখে চলেছে । তবে বিদেশের মাটিতে খেলার জন্য যে টাকা পয়সার দরকার, সে বিষয়ে সরকারি অনুদানের ব্যবস্থা করা প্রয়োজন । দীপ্তির মতো অনেক দুঃস্হ অ্যাথলিটদের প্রতিভা থাকা সত্ত্বেও অর্থনৈতিক কারণে এই সব প্রতিযোগিতায় অংশ নিতে পারে না । এ বিষয়ে সরকারি দৃষ্টিভঙ্গির সরলীকরণ করার প্রয়োজন আছে বলে মনে করে দীপ্তি রাজবংশী।

Advertisement

Advertisement