অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি।

Written by SNS November 1, 2023 10:33 am

আর্জেন্টিনা:- অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্তিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসির ব্যালন ডি’অর জেতার অন্যতম কারণ হল তিনি আর্জেন্তিনাকে ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। মেসি ২০২২ ফিফা বিশ্বকাপে সাতটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বল জিতেছিলেন। মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। সূত্রের খবর, জানা গিয়েছে, এবারে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে গত মরশুমে ৫৩টি গোল করার পাশাপাশি ট্রেবল জিতেছিলেন তারকা ফুটবলার হালান্ড। অন্যদিকে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন এমবাপে। জানা গিয়েছিল, হ্যাটট্রিকের পর দলকে শিরোপা জেতাতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে তিনি জিতেছিলেন গোল্ডেন বুট। এছাড়া পিএসজির হয়ে গত মরশুমে ৪৩ ম্যাচে ৪১টি গোল করেছিলেন তিনি। হালান্ড ও এমবাপেরা গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করলেও তাদের ছাপিয়ে গিয়েছন মেসি এবং ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি।  অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। সূত্রের খবর, আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রোগবার সঙ্গে পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট। ফুটবলের নক্ষত্রদের ভিড়ে আলাদাভাবে দৃষ্টি কেড়েছিলেন টেনিস মহাতারকা নোভাক জেকোভিচ। জানা গিয়েছে, অনুষ্ঠানে সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের ‍জুড বেলিংহাম। এবং মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী মহিলা ফুটবলার আইতানা বোনামাতি। আর অনুষ্ঠানের মূল আকর্ষণ বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার ওঠে মেসির হাতে। মেসির আট নম্বর ব্যালন ডি’অর জেতার ঘোষণা করেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। এদিকে মহিলা বিভাগে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মিডফিল্ডার আইতানা বোনমাতি।