ডেঙ্গি প্রতিরোধে ‘মেডিকেটেড মশারি’‌ বিতরণ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

Written by SNS August 3, 2023 10:24 am

Close up a Mosquito sucking human blood_set B-4

কলকাতা:- সাধারণ মানুষকে ডেঙ্গির হাত থেকে বাঁচাতে ‘মেডিকেটেড মশারি’‌ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, ইতিমধ্যেই ৩০ হাজার মশারির অর্ডার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই মশারি টাঙিয়ে ঘুমোলে ডেঙ্গির মশা প্রবেশ করতে পারবে না এবং নিরাপদে থাকা যাবে। রাজ্যজুড়ে ডেঙ্গির দাপট বেড়েছে। এবং  আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃত্যুর সংখ্যাও। তাই সাধারণ মানুষকে ডেঙ্গির হাত থেকে বাঁচাতে ‘মেডিকেটেড মশারি’‌ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, জানা গিয়েছে, যাঁরা বস্তিতে থাকেন এবং ফুটপাথবাসী তাঁদের এই মেডিকেটেড মশারি বিতরণ করা হবে। রাজ্যে ডেঙ্গির দাপট বাড়ায় আতঙ্কে ভুগছেন মানুষজন। তাই যাঁদের হতে পারে বলে সম্ভাবনা বেশি তাঁদের এভাবে নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার বস্তি এলাকা থেকে শুরু করে ফুটপাথের বাসিন্দাদের জন্য এই মেডিকেটেড মশারি বিতরণ করবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, এটা কোনও সাধারণ মশারি নয়। এটা একটি আধুনিক মেডিকেটেড মশারি। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে ৩০ হাজার মশারি সংগ্রহ করবে কলকাতা পুরসভা। এই পদক্ষেপের জেরে বস্তি এলাকায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা যাবে। যেহেতু রাস্তার জমা জল, আবর্জনা ডেঙ্গি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ সেহেতু এই পদক্ষেপের উপর জোর দেওয়া হচ্ছে। বেলগাছিয়া, কাঁকুরগাছি থেকে কাজ শুরু হয়ে সেটা পেয়ারাবাগান, পঞ্চাননতলা, তিলজলার বস্তি এলাকায় পৌঁছবে। আর তারপর বড়বাজার, পার্কস্ট্রিট, গড়িয়াহাট, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, গিরিশ পার্ক, ভবানীপুরে পর্যন্ত একাধিক ফুটপাথবাসী এবং বস্তিবাসীদের এই মশারি দেওয়া হবে। ইতিমধ্যেই প্রত্যেকটি বড়ো এলাকা ধরে হিসাব করে তালিকা তৈরি হয়েছে। এবার তালিকা অনুযায়ী মেডিকেটেড মশারির অর্ডার পাঠানো হয়েছে। এই আধুনিক মেডিকেটেড মশারিতে এক ধরনের কীটনাশক ব্যবহার করা থাকে। যা মশা এবং অন্যান্য পোকামাকড়কে মেরে ফেলবে। ডেঙ্গি ঠেকাতে এটি অনেক বেশি কার্যকরী।