‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি সফল করতে এবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সকল জেলাশাসকদের উদ্দেশে তিনি এই কর্মসূচি সফলভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। চলতি মাসের ২ আগস্ট মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন থেকেই কর্মসূচিকে সফল করতে মুখ্যমন্ত্রী বার্তা দেন। সকল জেলার মানুষকে এগিয়ে আসতে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার সকালে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব পন্থ। প্রত্যেকটি জেলাশাসকের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক সারেন তিনি। সেখানেই মূলত ৩টি পরামর্শ মেনে চলতে নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচির জন্য বর্তমানে মোট ৬৩২ টি শিবির খোলা হয়েছে। প্রতিটি বুথ পিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকরের তরফে। এই কর্মসূচিকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। জেলাশাসকের উদ্দেশে তিনটি পরামর্শ দিয়েছেন তিনি। প্রথমটি হল, আমাদের পাড়া, আমাদের কর্মসূচির শিবিরগুলির জন্য আরও প্রচার বাড়াতে হবে। যাতে সকলের কাছে এই শিবিরের কথা পৌঁছে যায়। কোথায়, কবে এই শিবির বসবে সেটা যাতে তারা জানতে পারে। দ্বিতীয়ত, প্রত্যেকটি ক্যাম্পের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকদের কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত ক্যাম্পে থাকা বাধ্যতামূলক। তৃতীয়ত, এমন জায়গায় এই কর্মসূচির ক্যাম্প বসাতে হবে যেখানে জনসাধারণ খুব সহজে পৌঁছে যেতে পারে। এই তিনটি নির্দেশ মেনে চলতে বলা হয়েছে মুখ্যসচিবের তরফে।
Advertisement
এছাড়াও প্রশাসনের নির্দেশ প্রতিটি বুথে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে রাখতে হবে। নথি যাচাই, আবেদন গ্রহণ ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়। পাশাপাশি এই বৈঠকের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজ্যের বন্যা পরিস্থিতি। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। মুখ্যসচিব জেলাশাসকদের বন্যা কবলিত এলাকাগুলির জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ও খাদ্যসামগ্রী মজুত রাখতে নির্দেশ দিয়েছে। তিনি ত্রাণ বিলি নিয়েও স্বচ্ছতা অবলম্বন করতে বলেছেন।
Advertisement
লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা,স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী সহ মোট ৩৭ টি জনকল্যানসূচক প্রকল্পের সুবিধা মিলছে এই কর্মসূচিতে। এই কর্মসূচির লক্ষ্য হল সরকারি বিভিন্ন পরিষেবাগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এর মধ্যেই আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে ক্যাম্পগুলিতে ভিড় উপচে পড়েছে। সোমবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব বলেছিলেন, শনিবার পর্যন্ত এই কর্মসূচিতে ২.১৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার এই কর্মসূচিকেই আরও সফল করতে তিনটি পরামর্শ দিয়েছেন তিনি।
Advertisement



