• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ১০ জেলাশাসক-সহ মোট ৬৪ জনের বদলি

১০ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকে বদল করা হয়েছে

এসআইআর শুরুর আগেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। ১০ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকে বদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিকও। রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন আধিকারিককে বদলি করা হয়েছে বলে খবর।  যা সাম্প্রতিককালে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্পর্শকাতর জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের জেলাশাসকদের বদলি করা হয়েছে।  এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রদবদল করা হয়েছে কলকাতা পুরসভাতেও।

Advertisement

এই তালিকায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ছাড়াও রয়েছেন হিডকো, হলদিয়া উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা। যেমন হিডকোর ম্যানেজিং ডিরেক্টর আইএএস শশাঙ্ক শেট্টিকে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের পদে আনা হয়েছে। বর্তমান জেলাশাসক আইএএস শরদ দ্বিবেদীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে কলকাতা পুরসভার কমিশনার করা হয়েছে।

Advertisement

অন্যদিকে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক হচ্ছেন। কোচবিহারের জেলাশাসক হলেন রাজু মিশ্র।  মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর পদে বসানো হয়েছে।মালদার জেলাশাসক হলেন প্রীতি গোয়েল। মুর্শিদাবাদের জেলাশাসক হচ্ছেন মালদহের জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া। হলদিয়া উন্নয়ন পর্ষদের চিফ এগজিকিউটিভ অথোরিটি অফিসার শেখ কোন্থম সুধীর হচ্ছেন পুরুলিয়ার জেলাশাসক। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দ রাজ্য সরকারের পর্যটন বিভাগের ডিরেক্টর হচ্ছেন।

ধবল জৈন হলেন বীরভূমের জেলাশাসক। খাদ্য ও সরবরাহ বিভাগের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে বিধান রায়কে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের সচিব ইউনিস রিশিন ইসমাইল হচ্ছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।ঝাড়গ্রামের জেলাশাসক হচ্ছেন বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্খা ভাস্কর।

উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক মনীশ মিশ্র হচ্ছেন দার্জিলিংয়ের জেলাশাসক। দার্জিলিং-এর জেলাশাসক প্রীতি গোয়েল মালদহের জেলাশাসক হচ্ছেন।ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল হচ্ছেন উত্তর চব্বিশ পরগনা উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি হচ্ছেন ইউডি অ্যান্ড এমএ দপ্তরের বিশেষ সচিব। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলি কাদ্রিকে  হুগলির জেলা শাসক পদে বদলি করা হয়েছে। নতুন জেলাশাসক হলেন বিজন কৃষ্ণা।

আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলবে। তারই অংশ হিসেবে এই রদবদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আরেক মহলের মতে এটা রুটিন বদলি। তিন বছরের বেশি যে আধিকারিকরা একটি নির্দিষ্ট বিভাগে কর্মরত, তাঁদের নিয়ম মেনে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, জেলা পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনেও এবার বদল আসবে।

Advertisement