• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে প্রস্তুত কলকাতা পুরসভা

পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। মেয়র পরিষদ তারক সিংহ শুক্রবার ডিজি শান্তনু কুমার ঘোষ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি কে দুয়া-সহ নিকাশি বিভাগের একাধিক আধিকারিক দের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, জল জমেছে এমন ১১৯ টি স্থান চিহ্নিত করে কলকাতা পুলিশের তরফে পুরসভাকে জানানো হয়েছে। পুলিশের পাঠানো তালিক এবং পুরসভার নিজস্ব তালিকা মিলিয়ে ব্যুরো অনুযায়ী জলমগ্ন স্থানগুলি ভাগ করে দেওয়া হয়েছে।

পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। মেয়র পরিষদ তারক সিংহ শুক্রবার ডিজি শান্তনু কুমার ঘোষ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি কে দুয়া-সহ নিকাশি বিভাগের একাধিক আধিকারিক দের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, জল জমেছে এমন ১১৯ টি স্থান চিহ্নিত করে কলকাতা পুলিশের তরফে পুরসভাকে জানানো হয়েছে। পুলিশের পাঠানো তালিক এবং পুরসভার নিজস্ব তালিকা মিলিয়ে ব্যুরো অনুযায়ী জলমগ্ন স্থানগুলি ভাগ করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পাম্পের ব্যবস্থাও রাখা হচ্ছে বলেও তিনি জানান। বড় বড় পুজো কমিটির অবস্থান অনুযায়ী শহরকে চারটে ভাগে বিভক্ত করা হয়েছে। তারক সিংহ আরও বলেন, সম্প্রতি পুরসভা বেশ কয়েকটা নতুন জল নিকাশি গাড়ি কিনেছে। সেই গাড়িগুলি শহরজুড়ে থাকবে। এর মাধ্যমে জমা জল শোষিত হয়ে গাড়িতে থাকা ট্যাংকে জমা হবে। এদিনের এই বৈঠকে পুজোর সময় বৃষ্টি হলে কী ভাবে সামাল দেওয়া হবে সেই নিয়ে আলোচনা হয়। মেয়র পারিষদ বলেন, “স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হলে জল জমবেই।” তারক সিংহের আশ্বাস জল জমলেও খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে।

Advertisement

Advertisement