• facebook
  • twitter
Monday, 8 December, 2025

বাংলা থিয়েটার তারকা নটি বিনোদিনীর ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা রানাউত

মুম্বাই, ১৯ অক্টোবর– বলিউড ডিভা কঙ্গনা রানাউত এবার বাংলা থিয়েটারের কিংবদন্তি বিনোদিনী দাসীর ভূমিকায় অভিনয় করবেন, যিনি নটি বিনোদিনী নামে বেশি পরিচিত৷এই সিনেমাটি পরিচালনা করবেন ‘পরিণীতা’ ও ‘মর্দানি’ খ্যাত প্রদীপ সরকার।চিত্রনাট্যটি লিখেছেন প্রকাশ কাপাডিয়া ।এটি রানাউতের চতুর্থ চলচ্চিত্র যেখানে তিনি “মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি”, “থালাইভি” (জে জয়ললিতা) এবং আসন্ন ফিচার “ইমার্জেন্সি” (ইন্দিরা গান্ধী) অনুসরণ

মুম্বাই, ১৯ অক্টোবর– বলিউড ডিভা কঙ্গনা রানাউত এবার
বাংলা থিয়েটারের কিংবদন্তি বিনোদিনী দাসীর ভূমিকায় অভিনয় করবেন, যিনি নটি বিনোদিনী নামে বেশি পরিচিত৷এই সিনেমাটি পরিচালনা করবেন ‘পরিণীতা’ ও ‘মর্দানি’ খ্যাত প্রদীপ সরকার।চিত্রনাট্যটি লিখেছেন প্রকাশ কাপাডিয়া ।এটি রানাউতের চতুর্থ চলচ্চিত্র যেখানে তিনি “মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি”, “থালাইভি” (জে জয়ললিতা) এবং আসন্ন ফিচার “ইমার্জেন্সি” (ইন্দিরা গান্ধী) অনুসরণ করে একটি বাস্তব জীবনের চরিত্রে অভিনয় করবেন।

Advertisement

Advertisement