• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

বাংলার ‍বেশ কয়েকটি নাট্যদলের অনুদান ‍বন্ধ করল কেন্দ্রীয় সরকার

দিল্লি, ৩ অগাস্ট – ‍বাংলার ‍বেশ কয়েকটি নাট্যদলের অনুদান ‍বন্ধ করল কেন্দ্রীয় সরকার। বহু বছর ধরেই নাটকের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন নাট্যদলের পরিচালক ও বাকি সদস্যদের ‘গুরু-শিষ্য পরম্পরা’ নামে অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারণে এরাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করা হয়েছে। এর নেপথ্যে রাজনাীতির গন্ধ পাচ্ছেন নাট্য ব্যক্তিত্বরা।