দুমাসের মধ্যেই ফের নিরাপত্তায় গলদ, বাইডেনের কনভয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি

Written by Sunita Das December 18, 2023 5:22 pm

ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর– ফের বড়সড় গলদের প্রশ্নে মার্কিন প্রেসিডন্ট জো বাইডেনের নিরাপত্তা বলয়৷ রবিবার আচমকাই দুর্ঘটনার কবলে পড়ল তাঁর কনভয়৷ সেই সময়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গেই গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি৷ নিরাপদেই ডেলাওয়্যারের বাড়িতে পৌঁছে গিয়েছেন তাঁরা৷ উল্লেখ্য, গত অক্টোবর মাসেই বাইডেনের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়েছিল একটি বিমান৷
জানা গিয়েছে, রবিবার অফিস থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ ডেলাওয়্যারের অফিস থেকে বেরনোর খানিক পরেই বাইডেনের কনভয়ের এসইউভিতে এসে ধাক্কা মারে একটি সেডান৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে মাত্র ৪০ মিটার দূরের গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ একটি ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটতেই থামিয়ে দেওয়া হয় পুরো কনভয়৷ সেডান গাড়ির চালককে হাতেনাতে ধরে ফেলেন প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা৷
হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, সুস্থ আছেন সস্ত্রীক বাইডেন৷ নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের তরফে বলা হয়, বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য নেই৷ ঘটনার পরে নিরাপদেই গন্তব্যে পৌঁছে গিয়েছে প্রেসিডেন্টের কনভয়৷ যদিও সাংবাদিকরা ঘটনাস্থলে যেতেই তাঁদের সরিয়ে দেয় বাইডেনের নিরাপত্তারক্ষীরা৷ জানা গিয়েছে, সেডান গাড়িতে ডেলাওয়্যারের নম্বরপ্লেট লাগানো ছিল৷
উল্লেখ্য, চলতি বছরের ২৯ অক্টোবরও বাইডেনের নিরাপত্তায় গলদ ধরা পড়েছিল৷ মার্কিন প্রেসিডেন্টের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়ে একটি বিমান৷ সঙ্গে সঙ্গে বিমানটিকে সরাতে একাধিক ফাইটার জেট নামিয়ে দেওয়া হয়৷ গোটা ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তবে শেষ পর্যন্ত কোনও বিপদের খবর মেলেনি৷ স্থানীয় একটি বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয় আগন্ত্তক বিমানটিকে৷ গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে৷