‘সভ্য’ পোশাকের ফতোয়া পুরীর মন্দিরে

Written by Sunita Das October 10, 2023 4:58 pm

স্লিভলেস পোশাক, ছেঁড়া জিন্স পরে ঢুকলে জগন্নাথ দর্শনে না, কড়া নিয়ম জারি

কটক, ১০ অক্টোবর– পুরীর জগন্নাথ মন্দিরে এবার শুরু হল ‘সভ্য’ পোশাকের নিয়ম৷ জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নির্দিষ্ট সেই  ‘সভ্য’ ড্রেস কোড না মানলে ঢুকতে মানা মন্দির প্রাঙ্গনে৷ এমনটাই জানা গিয়েছে মন্দির সূত্রে৷
মন্দির কমিটির প্রধান জাননিয়েছেন, ‘সভ্য নয়’ এমন পোশাক বলতে বলা হচ্ছে ছেঁড়াফাটা জিন্স (টর্ন জিন্স), স্লিভলেস ড্রেস, শর্ট ড্রেস, বারমুডা বা মেয়েদের হাফপ্যান্টের মতো পোশাক৷ দেখা গেছে, সমুদ্র সৈকতে হাফ প্যান্ট বা বারমুড়া পরে ঘুরছেন যাঁরা, তাঁরা সেই পোশাকেই মন্দিরে ঢুকে পড়ছেন৷
পুরীর মন্দিরে অশালীন পোশাক পরে দর্শনার্থীরা আসছেন, এমন অভিযোগই নাকি উঠছিল বহুদিন ধরে৷ এমনিতেও জগন্নাথধামে সেবায়েতদের জন্য নির্দিষ্ট পোশাক বিধি আছে৷ এবার থেকে দর্শনার্থীদের জন্যও নির্দিষ্ট পোশাক বিধি চালু করল জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন৷ জানা যাচ্ছে, আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই বিধি লাগু হতে চলেছে দর্শণার্থীদের উপর৷
সোমবার শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠর হয়৷ সেই বৈঠকেই পোশাক বিধি নিয়ে আলোচনা হয়৷ শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান রঞ্জন কুমার দাস বলেন, ‘মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব৷ দুর্ভাগ্যবশত, অনেককেই ধর্মীয় ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন৷ এমন পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন যা ‘অশালীন’, কোনও মন্দির বা ধর্মীয় স্থানে প্রবেশের উপযুক্ত নয়৷’