• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘সভ্য’ পোশাকের ফতোয়া পুরীর মন্দিরে

স্লিভলেস পোশাক, ছেঁড়া জিন্স পরে ঢুকলে জগন্নাথ দর্শনে না, কড়া নিয়ম জারি কটক, ১০ অক্টোবর– পুরীর জগন্নাথ মন্দিরে এবার শুরু হল ‘সভ্য’ পোশাকের নিয়ম৷ জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নির্দিষ্ট সেই  ‘সভ্য’ ড্রেস কোড না মানলে ঢুকতে মানা মন্দির প্রাঙ্গনে৷ এমনটাই জানা গিয়েছে মন্দির সূত্রে৷ মন্দির কমিটির প্রধান জাননিয়েছেন, ‘সভ্য নয়’ এমন পোশাক বলতে বলা হচ্ছে

স্লিভলেস পোশাক, ছেঁড়া জিন্স পরে ঢুকলে জগন্নাথ দর্শনে না, কড়া নিয়ম জারি

কটক, ১০ অক্টোবর– পুরীর জগন্নাথ মন্দিরে এবার শুরু হল ‘সভ্য’ পোশাকের নিয়ম৷ জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা নির্দিষ্ট সেই  ‘সভ্য’ ড্রেস কোড না মানলে ঢুকতে মানা মন্দির প্রাঙ্গনে৷ এমনটাই জানা গিয়েছে মন্দির সূত্রে৷
মন্দির কমিটির প্রধান জাননিয়েছেন, ‘সভ্য নয়’ এমন পোশাক বলতে বলা হচ্ছে ছেঁড়াফাটা জিন্স (টর্ন জিন্স), স্লিভলেস ড্রেস, শর্ট ড্রেস, বারমুডা বা মেয়েদের হাফপ্যান্টের মতো পোশাক৷ দেখা গেছে, সমুদ্র সৈকতে হাফ প্যান্ট বা বারমুড়া পরে ঘুরছেন যাঁরা, তাঁরা সেই পোশাকেই মন্দিরে ঢুকে পড়ছেন৷
পুরীর মন্দিরে অশালীন পোশাক পরে দর্শনার্থীরা আসছেন, এমন অভিযোগই নাকি উঠছিল বহুদিন ধরে৷ এমনিতেও জগন্নাথধামে সেবায়েতদের জন্য নির্দিষ্ট পোশাক বিধি আছে৷ এবার থেকে দর্শনার্থীদের জন্যও নির্দিষ্ট পোশাক বিধি চালু করল জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন৷ জানা যাচ্ছে, আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই বিধি লাগু হতে চলেছে দর্শণার্থীদের উপর৷
সোমবার শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠর হয়৷ সেই বৈঠকেই পোশাক বিধি নিয়ে আলোচনা হয়৷ শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান রঞ্জন কুমার দাস বলেন, ‘মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব৷ দুর্ভাগ্যবশত, অনেককেই ধর্মীয় ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন৷ এমন পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন যা ‘অশালীন’, কোনও মন্দির বা ধর্মীয় স্থানে প্রবেশের উপযুক্ত নয়৷’

Advertisement

Advertisement

Advertisement