মুখ্যমন্ত্রীর স্বপ্নের দিঘার ‘জগন্নাথ মন্দির’ নিয়ে আগ্রহ বাড়ছে বিদেশিদের। সূত্রের খবর, বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ডের বর্তমান উত্তরাধিকারী আলফ্রেড ফোর্ড দিঘার জগন্নাথ মন্দির নিয়ে আগ্রহ দেখিয়েছেন। তিনি এই সংস্থার প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের প্রপৌত্র। আলফ্রেড ফোর্ড নাকি খোঁজ নিচ্ছেন, পুরীর মন্দিরের আদলে তৈরি জগন্নাথ দেবের দিঘার নতুন মন্দির কেমন হয়েছে! পুজোর রীতিনীতি কেমন, এই সব বিষয়ে। সব জানার পর দিঘার মন্দির দর্শনে আসতে আগ্রহও দেখিয়েছেন বিশ্ববিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থার বর্তমান মালিক।
প্রসঙ্গত পুরীর জগন্নাথ মন্দির বিশ্ববিখ্যাত। দেশ বিদেশের মানুষ জগন্নাথ দর্শনে আসেন পুরীতে। দিঘার জগন্নাথ মন্দির নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন। উদ্বোধনের পর থেকেই মন্দির নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সূত্রের খবর, আগামী ২৪ মে অন্তত ২০ জনের বিদেশি জগন্নাথ ভক্তদের একটি বড় দল আসতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে। জানা যাচ্ছে, অসংখ্য বিদেশি ভক্ত জগন্নাথ মন্দির নিয়ে রোজ প্রতি মুহূর্তে খোঁজখবর শুরু করেছেন। তাঁদের উদ্দেশ্য, নতুন জগন্নাথ মন্দির চাক্ষুষ করা। ইসকন এই মন্দিরের নিত্য পুজোর দায়িত্বে রয়েছে। সেকারণেই বিদেশের মানুষেরা এই মন্দির নিয়ে অনুসন্ধান করছেন।
Advertisement
ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, পুরীর মন্দিরে বিদেশিরা যেতে পারেন না। তবে পুরীর মন্দিরের আদলে তৈরি দিঘার এই জগন্নাথ মন্দিরে প্রবেশের বাধা নেই। মন্দিরের উদ্বোধনের পর থেকে রবিবার পর্যন্ত ২০ লক্ষ মানুষ এসেছেন প্রভু জগন্নাথকে দেখতে। তাঁদের মধ্যে প্রায় ১৯০ জন এমন ভক্ত আছেন, যাঁরা ১৫০ দেশের প্রতিনিধি।
Advertisement
উল্লেখ্য, নতুন জগন্নাথ মন্দিরের প্রভাব পড়ছে দিঘার পর্যটনে। দিঘা শঙ্করপুর হোটেল অ্যাসোশিয়েশনের সভাপতি জানিয়েছেন, বিপুল পরিমাণে পর্যটক বাড়ছে দিঘায়। পরের মাসেই রথ। ফলে ওই সময় বঙ্গোপসাগরের তীরে আরও বেশি পর্যটক বা ভক্তদের সমাগম হতে পারে। সূত্রের খবর, দিঘায় এই পরিস্থিতিতে আরও বেশি করে পর্যটন ব্যবসায় লগ্নি আসতে পারে। সেকারণে অনুসন্ধান চলছে বিভিন্ন মহলে। মন্দিরের কাছাকাছি থাকার জন্য ভাল হোটেলের সংখ্যা আরও বাড়তে পারে। ফলে আগামীতে মন্দিরকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের তীরে পর্যটন ব্যবস্থা যে ফুলে ফেপে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Advertisement



