মহিলা ‘ইন্ডিয়া’ সম্মেলনে একই মঞ্চে সোনিয়া-প্রিয়ঙ্কাদের সঙ্গে বক্তা তৃণমূল ও সিপিএমের মহিলা নেত্রীরা

Written by Sunita Das October 14, 2023 5:10 pm

চেন্নাই, ১৪ অক্টোবর– সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনের পর থেকেই নিজেদের মধ্যে আসন সমঝোতা নিয়ে কোন্দল লেগেই আছে৷ একদিকে তৃণমূল প্রসঙ্গে নারাজ কংগ্রেস তো অন্যদিকে প্রধান পদ নিয়ে নীতিশের মনখারাপ৷ কিন্তু এরই মাঝেই তামিলনাড়ুতে একই মঞ্চে পাশাপাশি থাকবেন কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এনসিপি-সহ জোটভুক্ত দলগুলির মহিলা নেত্রীরা৷ সৌজন্যে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে৷
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ডিএমকে মহিলা অধিকার সংক্রান্ত একটি সম্মেলনের আয়োজন করেছে৷ তাতে যোগ দিতে ইতিমধ্যেই চেন্নাই পৌঁছেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধি বঢরা৷ ডিএমকে-র তরফে বক্তাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রয়েছেন রাজ্যসভায় তৃণমূলের সদ্য প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, সিপিএম পলিটবু্যরোর সদস্য সুহাসিনী আলি, এনসিপি নেত্রী তথা শরদ গোবিন্দরাও পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে৷ পাশাপাশিই রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীও৷
দেবীপক্ষের সূচনালগ্নে মহিলা অধিকার সম্মেলনের মধ্যে দিয়ে ইন্ডিয়ার জোটে সমস্ত দলের একসঙ্গে উপস্থিত হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না৷  ‘ইন্ডিয়া’র গত মুম্বই বৈঠকেই ঠিক হয়েছিল, রাজ্যে রাজ্যে তারা সমাবেশ-সভা করবে৷ প্রাথমিক ভাবে ভোটমুখী মধ্যপ্রদেশে তা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্ত্ত কমলনাথদের আপত্তিতে তা ভেস্তে যায়৷ তার পর আর ঐক্যবদ্ধ জোটের ছবি দেখা যায়নি কোনও রাজ্যেই৷
এদিন তামিলনাড়ুতে দেখা যাবে সত্যিকারের জোটের ছবি৷ রাজনৈতিক মহলের অনেকের মতে, তামিলনাড়ুর শাসকজোটে ডিএমকের সঙ্গে রয়েছে কংগ্রেস, সিপিএম, সিপিআই৷ তবে তৃণমূল, শিবসেনা বা এনসিপি সেখানে জোট শরিক নয়৷ তার পরেও সকলকে একমঞ্চে হাজির করাতে পারছেন এমকে স্ট্যালিন, কানিমোঝিরা৷ সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছে কেন্দ্র৷ কিন্ত্ত তার বাস্তবায়ন যে এখনই হচ্ছে না, তা-ও স্পষ্ট হয়ে গিয়েছে৷ বিরোধীদের বক্তব্য, লোকসভা ভোটের আগে মহিলাদের মন পেতে বিজেপির এ-ও এক নতুন ‘জুমলা’৷