উড়ান চলাকালীন হঠাৎই বিপত্তি। মাদুরাই থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানের সামনের কাচে (উইন্ডস্ক্রিন) ফাটল দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়াল। তবে বড় বিপদের আগেই পাইলটের তৎপরতায় বিমানটিকে নিরাপদে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করানো হয়। এখনও পর্যন্ত কাচে ফাটলের প্রকৃত কারণ স্পষ্ট নয়।
শনিবার সকালে ৭৬ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর ওই বিমানটি। বিমান অবতরণের কিছু আগে পাইলট লক্ষ্য করেন, ককপিটের সামনের উইন্ডস্ক্রিনে চিড় ধরেছে। সঙ্গে সঙ্গে তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিমানটি নামান। অবতরণের পর বিমানটিকে আলাদাভাবে সরিয়ে রাখা হয়।
Advertisement
চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সব যাত্রী নিরাপদেই অবতরণ করেছেন এবং কাউকে আঘাত লাগেনি। বিমান সংস্থা সূত্রে খবর, অবতরণের পর উইন্ডস্ক্রিন প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। ঘটনার জেরে ওই বিমানের চেন্নাই থেকে মাদুরাই ফেরার পরবর্তী যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়।
Advertisement
উইন্ডস্ক্রিনে কীভাবে ফাটল ধরল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, তাপমাত্রার তারতম্য, যান্ত্রিক চাপ বা সামান্য পাথরের ধাক্কাতেও মাঝেমধ্যে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
Advertisement



