• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

ষষ্ঠীতেই 5 জি র বোধন 

কলকাতা ,১অক্টোবর — বহুপ্রতিক্ষিত 5 জি পরিষেবা চালু হলো কলকাতা শহরে নরেন্দ্রমোদির হাত ধরে।মানুষ তা নিয়ে খুব উৎসাহিত। বহুদিন ধরে মানুষ এই পরিষেবা পাবার অপেক্ষায় ছিলেন। আর সেই প্রতিক্ষার অবসান ঘটলো পুজোর ষষ্ঠীর দিন। এই দিন নরেদ্র মোদী ঘোষণা করেন প্রথম ধাপে কলকাতাসহ বড় ৪টি শহরে এই পরিষেবা চালু করা হয়েছে ,এবং আগামী দু বছরে সারা ভারতবর্ষে

কলকাতা ,১অক্টোবর — বহুপ্রতিক্ষিত 5 জি পরিষেবা চালু হলো কলকাতা শহরে নরেন্দ্রমোদির হাত ধরে।মানুষ তা নিয়ে খুব উৎসাহিত। বহুদিন ধরে মানুষ এই পরিষেবা পাবার অপেক্ষায় ছিলেন। আর সেই প্রতিক্ষার অবসান ঘটলো পুজোর ষষ্ঠীর দিন। এই দিন নরেদ্র মোদী ঘোষণা করেন প্রথম ধাপে কলকাতাসহ বড় ৪টি শহরে এই পরিষেবা চালু করা হয়েছে ,এবং আগামী দু বছরে সারা ভারতবর্ষে ৫ জি পরিষেবা পৌঁছে দেওয়া  হবে। 

টেলিকম বিশেষজ্ঞদের দাবি 5জি প্রযুক্তি ভারতের পক্ষে লাভজনক হবে। এই পরিষেবা ফলে গ্রাহকরা এমন অন্য পরিষেবায় পাবেন যা আগে কোনো ওয়্যারলেস নেটওয়ার্ক দ্বারা সম্ভব হয়নি। এই প্রযুক্তি 4জির তুলনায় ১০ গুন্ দ্রুত গতিতে কাজ করবে  বলে দাবি আশা করা হচ্ছে।এবং  যে কোনো বড় গান ,সিনেমা ডাউনলোড মুহূর্তের মধ্যে সম্পন্ন হবে।