মুম্বাই ,৫ জানুয়ারী — দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল আবাসনের লিফটে। এইবার ২৬ তলা আবাসন থেকে ভেঙে পড়ল লিফট । লিফট ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে এক তরুণের। মুম্বইতে বুধবার বেলা দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দুপুরের পর আচমকাই মাঝপথে থেমে যায় লিফট। সেইমুহূর্তে ভেতরে তখন চারজন ছিলেন। তাঁরা চিৎকার করতে শুরু করেন। কিছুক্ষণ পরেই ফের লিফট চালু হয়। কিন্তু প্রচণ্ড বেগে নীচে নামতে শুরু করে।
Advertisement
লিফটে থাকা বাকি তিন যুবক বলেছেন,তার রীতিমতো আতঙ্কিত। লিফটে আটকে পড়ে তাঁরা এমার্জেন্সি বাটন ক্লিক করেছিলেন। চেঁচামেচিও করছিলেন। আচমকাই লিফট চালু হয়, কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে নীচে পড়তে শুরু করে। গ্রাউন্ড ফ্লোরে এসে সজোরে ধাক্কা খায় লিফট। বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ভেতরে সকলে ছিটকে গিয়েছিলেন এদিক ওদিকে।
Advertisement
এরপর আবাসনের নিরাপত্তাকর্মীরা এসে গেট ভেঙে বের করেন তাঁদের। সকলকে নিয়ে যাওয়া হয় রাজাওয়াড়ি হাসপাতালে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, যে ছেলেটির মৃত্যু হয়েছে তার বয়স ২০-২১ বছর। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement



